জমি নিয়ে বিরোধ: কলেজছাত্র খুন

শেরপুর প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১৯ জানুয়ারি ২০১৭, ১৯:১৩
প্রতীকী ছবি

শেরপুরের নকলায় জমি নিয়ে বিরোধের জের ধরে প্রতিপক্ষের লাঠির আঘাতে সজল নামে এক কলেজছাত্র খুন হয়েছেন।

বৃহস্পতিবার বিকালে উপজেলার বাউসা গ্রামে এ ঘটনা ঘটে। নিহত সজল ওই এলাকার সুলতান মিয়ার ছেলে এবং শেরপুর সরকারি কলেজের প্রথম বর্ষের ছাত্র ছিলেন।

এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে পুলিশ তিনজনকে আটক করেছে।

নিহতের পরিবার ও পুলিশ জানায়, নকলা উপজেলার কবুতরমারী গ্রামের চাচাত দুই ভাই সুলতান মিয়া ও আব্দুল মোতালেবের মধ্যে দীর্ঘদিন যাবত জমি নিয়ে বিরোধ চলে আসছিল। বিকালে আব্দুল মোতালেব ও তার বোন আঞ্জুমালা এবং পুত্রবধূ লাইলী মিলে সুলতানের জমি দখল নেয়ার সময় সুলতান ও তার ছেলে সজল মিলে তাদের বাধা দেয়। একপর্যায়ে মোতালেব, তার বোন আঞ্জুমালা এবং পুত্রবধূ লাইলি বেগম মিলে পিতা-পুত্রের উপর হামলা চালায়। এসময় প্রতিপক্ষের লাঠির আঘাতে ঘটনাস্থলেই সজল নিহত হয়। পরে স্থানীয়রা সজলকে নকলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা গোলাম হায়দার ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নিহতের লাশ ময়নাতদন্তের জন্য শেরপুর জেলা হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে আমজাদ আলীর স্ত্রী আজু মালা ও ইব্রাহীমের স্ত্রী লাইলি নামে দুই মহিলাসহ মোতালেবের ছেলে আল-আমীনকে গ্রেপ্তার করা হয়েছে।

(ঢাকাটাইমস/১৯জানুয়ারি/প্রতিনিধি/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :