বিএনপির তালিকা নিয়ে ধোঁয়াশা

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ৩১ জানুয়ারি ২০১৭, ১৯:৩৭| আপডেট : ৩১ জানুয়ারি ২০১৭, ১৯:৫৬
অ- অ+

নির্বাচন কমিশন গঠনের লক্ষ্যে রাষ্ট্রপতির করা সার্চ কমিটির আহ্বানে সাড়া দিয়ে পাঁচ সদস্যের নাম জমা দিয়েছে বিএনপি। নাম যাচাই বাছাই থেকে শুরু করে জমা দেয়া পর্যন্ত গোপনীয়তা রক্ষা করেছে দলটি। এমনকি জোটের শরিকরা যাতে তাদের প্রস্তাবিত নাম প্রকাশ না করে সেজন্য কড়া নির্দেশনাও ছিল। এজন্য আওয়ামী লীগসহ বেশ কয়েকটি দলের নামের তালিকা প্রকাশ হলেও বিএনপির কোনো সূত্রই দলের দেয়া পাঁচটি নাম নিশ্চিত করতে পারছে না।

দলের বিভিন্ন সূত্র দুই থেকে তিনটি নাম নিশ্চিত করলেও পূর্ণাঙ্গ তালিকা দিতে ব্যর্থ হচ্ছে। দায়িত্বশীল নেতারাও অনেকটা মুখে কুলুপ এঁটেছেন। যে কারণে গণমাধ্যমগুলোতে বিএনপির তালিকায় ভিন্ন ভিন্ন নাম দেখা যাচ্ছে।

তবে একটি সূত্রে জানা গেছে, বিএনপির তালিকায় প্রধান নির্বাচন কমিশনার হিসেবে প্রস্তাব করা হয়েছে বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর সালেহ উদ্দিন আহমেদকে।

বিভিন্ন সূত্র থেকে পাওয়া বিএনপির তালিকায় যাদের নাম এসেছে তারা হলেন-সাবেক গভর্নর সালেহ উদ্দিন আহমেদ, পিএসসি চেয়ারম্যান ড. সাদাত হোসেন, সাবেক সচিব আসাফদ্দৌলা, বিডিআরের সাবেক মহাপরিচালক লে. জেনারেল (অব.) ফজলুর রহমান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. তাসনীম।

তবে আগের সিদ্ধান্ত অনুযায়ী বিএনপি জোটের শরিকরা কমপক্ষে তিনটি নামের সাদৃশ্য রেখে তাদের পাঁচটি নাম সার্চ কমিটিতে দিয়েছেন বলে জানা গেছে। বিএনপি ও জোটের তালিকায় আপাতত মিল পাওয়া নামগুলো হলো- ড. সাদাত হুসাইন, সালেহ উদ্দিন আহমেদ ও ড. তোফায়েল আহমেদ।

এছাড়াও বেশ কয়েকটি নামের কথা শোনা গেছে। জানা গেছে বিএনপি জোটের শরিক এলডিপি তাদের তালিকায় প্রস্তাব করেছে সাবেক মন্ত্রিপরিষদ সচিব আলী ইমাম মজুমদার ও বাংলাদেশ ন্যাপের সাবেক আইন সচিব আলাউদ্দিন সরকারের নাম।

এদিকে সার্চ কমিটিতে নাম দেয়া নিয়ে বিএনপি জোটের মধ্যে কিছুটা মতবিরোধ সৃষ্টি হয়েছে বলে জানা গেছে। শরিকদের কারও কারও অভিযোগ, নাম প্রকাশ করা না করা নিয়ে বিএনপি কিছুটা বাড়াবাড়ি করেছে।

বিএনপি জোটের একটি দলের চেয়ারম্যান নাম প্রকাশ না করার শর্তে ঢাকাটাইমসকে বলেন, ‘নাম দিলেও কিছু হবে না, না দিলেও কিছু হবে না। কিন্তু এটা নিয়ে যেভাকে গোপনীয়তা, শরিকদের সঙ্গে আলাদা আলাদা বৈঠক করায় কেউ কেউ ক্ষুব্ধ। আমার মনে হয়, বিএনপি নিজেদেরই বিশ্বাস করতে পারে না। যার প্রভাব শরিকদের ওপর পড়েছে।’

(ঢাকাটাইমস/৩১জানুয়ারি/বিইউ/জেবি)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
‘ভিডিপি অ্যাডভান্সড কোর্স’ তৃণমূল আনসারে দক্ষ ও দায়িত্বশীল নেতৃত্ব গড়ে তুলবে: মহাপরিচালক
‘কুখ্যাত’ নয়টি ধারা বাতিল করে সাইবার সুরক্ষা অধ্যাদেশ অনুমোদন, ইন্টারনেট মৌলিক অধিকার
নির্বাচনী এলাকার সীমানা নির্ধারণী আইন সংশোধনের খসড়া চূড়ান্ত অনুমোদন
জুবাইদা রহমান ফিরোজা থেকেই হাসপাতালে যাবেন মাকে দেখতে
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা