গাজীপুরে গৃহবধূ খুনের অভিযোগ

গাজীপুর প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ০৫ ফেব্রুয়ারি ২০১৭, ১৮:৩৩
ফাইল ছবি

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার রতনপুর এলাকায় নুরিজা বেগম নামে এক গৃহবধূকে শ্বাসরোধ করে হত্যার অভিযোগ পাওয়া গেছে। ঘটনার পর থেকে নিহতের স্বামী শাহীন আলম পলাতক রয়েছেন।

রবিবার সকাল ৯টার দিকে পুলিশ লাশ উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, নিহত নুরিজা বেগম গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার বড় চাদর এলাকার আব্দুস সামাদের মেয়ে এবং অটোরিকশাচালক শাহীন আলমের দ্বিতীয় স্ত্রী। নুরিজা তার স্বামীর সাথে কালিয়াকৈর উপজেলার রতনপুর এলকার কামালপাশার বাড়িতে ভাড়ায় থেকে করনি নিট কম্পোজিট কারখানায় চাকরি করতেন। বেশ কিছুদিন যাবৎ তাদের মধ্যে দাম্পত্য কলহ চলছিল। শনিবার রাতে কোন এক সময় তাকে শ্বাসরোধ করে হত্যা করে কাঁথা জড়িয়ে ঘরের বারান্দায় ফেলে রাখা হয়।

কালিয়াকৈর থানাধীন মৌচাক ফাঁড়ির ইনচার্জ উপ-পরিদর্শক সাইফুল আলম জানান, নিহতের গলায় আঘাতের চিহ্ন রয়েছে। ধারণা করা হচ্ছে, নিহতের স্বামী হত্যা করে পালিয়েছে। লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে।

(ঢাকাটাইমস/৫ফেব্রুয়ারি/প্রতিনিধি/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :