জীবনে সফল হতে শাহরুখের পরামর্শ

বিনোদন ডেস্ক, ঢাকাটাইমস
| আপডেট : ২২ ফেব্রুয়ারি ২০১৭, ১৮:৩৯ | প্রকাশিত : ২২ ফেব্রুয়ারি ২০১৭, ১৮:২৬

জীবনে সফল হতে কে না চায়। কেউ সাফল্য পায় কেউ পায় না। এবার বলিউড বাদশা শাহরুখ খান জীবনে সফল হওয়ার পরামর্শ দিয়েছেন এবং নিজেই জীবনের অভিনয় জীবনের দীর্ঘ ২৫ বছরের নানা দিক নিয়ে কথা বলেছেন‘জিকিউ’ম্যাগাজিনের সাথে। সম্প্রতি এ সাক্ষাৎকারে জীবনের ব্যর্থতা নিয়েও কথা বলেন। কিভাবে সেই ব্যর্থতা সামলে উঠে দাঁড়িয়েছেন সেই কথাও বললেন শাহরুখ খান। বলেন, ‘জীবনে সফল হতে হলে অনেক খারাপ সময়ের মুখোমুখি হতে হয়।’

সাক্ষাৎকারে নিজের প্রথম জীবনের কথা মনে করে তিনি বলেন, ‘আমার মনে আছে স্কুলে ১০০ মিটার দৌড়ে আমার সঙ্গে যারা দৌড়েছিল তারা আমার থেকে বয়সে একটু বড় ছিল। তার আগে পর্যন্ত আমি আমার বয়সীদের সঙ্গেই রেসে দৌড়তাম এবং আমিই সবসময় জিততাম। সেদিনের প্রতিযোগিতায় আমি ৬-৭ জন ছেলের মধ্যে পঞ্চম হই। দৌড় শেষ হবার সঙ্গে সঙ্গেই স্কুল কর্তৃপক্ষের সবাই বিজেতাদের কাছে গিয়ে অভিনন্দন জানান। তখন অনেক মানুষ ছিল কেউই আমার কাছে আসেনি। সেদিন সবথেকে একা লেগেছিল।’

ব্যর্থতা ও সাফল্যে নিয়ে শাহরুখ বলেন, ‘ব্যর্থতাকে একাই সামাল দিতে হয়। সাফল্যের সময় অনেক শুভাকাঙ্ক্ষী ও বন্ধুরা সঙ্গে থাকেন। কিন্তু ব্যর্থতা খুব একার এবং সাফল্য অনেক আনন্দ আড়ম্বরের সঙ্গে আসে আর ব্যর্থতা আবার কোণঠাসা করে দেয়। সেই ব্যর্থতার সঙ্গে লড়ার পর আবার জেগে উঠে নতুন করে শুরু করতে হয়। এটি একটি প্রক্রিয়া।’

ব্যর্থতার কিছু উপকারিতাও আছে জানিয়ে কিং খান বলেন, ‘আপনি যদি কোনো একটি বিষয় বারবার ব্যর্থ হতে থাকেন, তাহলে বুঝবেন হয়তো সেই জিনিস আপনার জন্য নয়। এই ব্যর্থতার ফলেই আপনি শিখে যান যে এই ভুল আর করা যাবে না। ঔদ্ধত্ত বাদ দিয়ে এটি আপনাকে আরও বিনয়ী করে এবং নিজের লক্ষের প্রতি আরও স্থির করে। তবে আসল সত্যিটা হলো ব্যর্থতা খুব খারাপ। কিন্তু ব্যর্থতা অবশ্যম্ভাবী।’

বলিউডি সফল এ অভিনেতা আরো মনে করেন, ‘আনন্দ করতে আর অল্পবয়স্ক থাকতে সবাই ভালোবাসে। কিন্তু এসব সারা জীবন থাকবে না। সাফল্য আর ব্যর্থতা নিয়েই এগিয়ে যেতে হবে। সব কিছু অস্থায়ী জেনেও আমরা পরের দিন ভালো কিছু দিয়ে দিন শুরু করব এই আশা করেই এগিয়ে যেতে হবে।’

(ঢাকাকটাইমস/২২ফেব্রুয়ারি/এসজেআর/জেবি)

সংবাদটি শেয়ার করুন

বিনোদন বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :