এখন থেকে অনলাইনে ভ্যাট নেবে সরকার

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২৩ মার্চ ২০১৭, ২১:৪৩

অনলাইনে ভ্যাট কার্যক্রমের শুভ উদ্বোধন করেছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। বৃহস্পতিবার রাজধানীর আগারগাঁওয়ের জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) কার্যালয়ে আয়োজিত ‘ভ্যাট অনলাইন কার্যক্রম’এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন তিনি।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে অর্থমন্ত্রী বলেন, ‘এখন থেকে আমরা অনলাইনে ভ্যাট নেব। এই সিস্টেম উদ্বোধনের মাধ্যমে ডিজিটাল বাংলাদেশের পথে আরও এক ধাপ এগিয়ে গেলাম। ঘরে বসেই অনলাইনে ভ্যাট নিবন্ধন করা যাবে।’

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান মো. নজিবুর রহমান।

বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেন, ‘এখন থেকে আমরা অনলাইনে ভ্যাট দেব। এটি একটি যুগান্তকারী সিদ্ধান্ত। এজন্য অর্থমন্ত্রী ও এনবিআর চেয়ারম্যানকে ধন্যবাদ জানাচ্ছি। ডিজিটাল বাংলাদেশ গড়ে তুলতে প্রধানমন্ত্রীর যে স্বপ্ন ছিল আজকের অনলাইনে রেজিস্ট্রশন চালু তারই একটি বড় পদক্ষেপ।’

অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এমএ মান্নান বলেন, ‘আধুনিক ও তথ্য প্রযুক্তি নির্ভর নতুন ভ্যাট ব্যবস্থাপনায় আমরা প্রবেশ করেছি। এর মাধ্যমে ভ্যাট ব্যবস্থাপনায় যুগান্তরকারী পরিবর্তন আসবে।’

অর্থমন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি ড. আব্দুর রাজ্জাক বলেন, ‘আমরা দেশের উন্নয়ন করতে চাই। উন্নয়ন করতে হলে দেশের মানুষকে ভ্যাট দিতে হবে। অনলাইনে ভ্যাট রেজিস্ট্রেশনের মাধ্যমে নতুন যুগের সূচনা হল।’

এফবিসিসিআইয়ের প্রথম সহসভাপতি সফিউল ইসলাম মহিউদ্দিন বলেন, ‘আমরা সবাই ভ্যাট দেব। অনলাইনে ভ্যাট সিস্টেম চালুর মাধ্যমে আমরা হয়রানিমুক্তভাবে ভ্যাট দিতে পারব। ভ্যাট অনলাইন সিস্টেম চালুর জন্য এনবিআরকে ধন্যবাদ।’

এনবিআর চেয়ারম্যান মো. নজিবুর রহমান বলেন, ‘প্রধানমন্ত্রীর ডিজিটাল বাংলাদেশ নির্মাণের অনুকরণে ইতোমধ্যে আমরা ট্যাক্স ও কাস্টমস অনলাইন করেছি। আজকে ভ্যাট সিস্টেম উদ্বোধন করে আমরা ডিজিটাল এনবিআরের পথে বহুদূর এগিয়ে গেলাম। এজন্য সবার কাছে আমরা কৃতজ্ঞ।’

ভ্যাট আইন জটিলতা নিরসনে যে কেউ ১৬৫৫৫-তে কল করে ভ্যাট সেবা নিতে পারবেন।

অনলাইনে ভ্যাট রেজিস্ট্রেশন পদ্ধতিতে ভ্যাট পরিশোধও করা যাবে ই-পেমেন্টের মাধ্যামে। মূসক রিটার্ন দাখিল, প্রাপ্তি স্বীকারপত্রও মিলবে অনলাইনে। এক্ষেত্রে ব্যবসায়ীদের ভ্যাট নিবন্ধন নিতে হবে।

(ঢাকাটাইমস/২৩মার্চ/জেআর/জেডএ)

সংবাদটি শেয়ার করুন

অর্থনীতি বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

অর্থনীতি এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :