‘ইংল্যান্ডের মাটিতে উইকেট পাওয়া সহজ হবে না’

ক্রীড়া ডেস্ক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২৪ এপ্রিল ২০১৭, ১৯:১৬

বর্তমান সময়ে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের হয়ে তিন ফরম্যাটেই মাঠ মাতাচ্ছেন তরুণ ক্রিকেটার মেহেদী হাসান মিরাজ। ক্যারিয়ারের শুরুর দিকে শুধু বোলিংয়ে ভালো করলেও এখন ব্যাটিংয়েও আলো ছড়াচ্ছেন তিনি।

আগামী মাসে আয়ারল্যান্ডে ত্রিদেশীয় সিরিজ খেলবে বাংলাদেশ। এরপরের মাসে তথা জুনে ইংল্যান্ডের মাটিতে অনুষ্ঠেয় আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির অষ্টম আসরে অংশ নিবে টাইগাররা। এই দুই আসরের স্কোয়াডেই রয়েছেন মেহেদী হাসান মিরাজ।

ইউরোপের মাটিতে গুরুত্বপর্ণ দুইটি ইভেন্ট সামনে রেখে আগামী ২৬ এপ্রিল রাতে ঢাকা ছাড়বেন মাশরাফিরা। সাসেক্সে দশদিনের ক্যাম্প করে তারপর আয়ারল্যান্ড যাবে বাংলাদেশ দল।

ত্রিদেশীয় সিরিজ ও চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে মেহেদী হাসান মিরাজ জানিয়েছেন, ইংল্যান্ডের কন্ডিশনে উইকেট পাওয়া মোটেও সহজ হবে না। নিয়মিত ঠিক জায়গায় বল করতে হবে। ব্যাটসম্যানদের বিভ্রান্ত করতে হবে। তাহলে সাফল্য আসবে।

তিনি আরও বলেন, আমি ওখানে শুধু বোলিংয়ে নয়, ব্যাটিংয়েও ভালো করার চেষ্টা করব। সম্প্রতি আমার ব্যাটিংটা মোটামুটি ভালো হচ্ছে। চেষ্টা করব ধারাবাহিকতা বজায় রাখার। দল যেভাবে চাইবে আমি সেভাবেই খেলব।

(ঢাকাটাইমস/২৪ এপ্রিল/এসইউএল)

সংবাদটি শেয়ার করুন

খেলাধুলা বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

খেলাধুলা এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :