শ্রেষ্ঠ নয়, এটা সবচেয়ে খারাপ বাজেট: ফখরুল

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
| আপডেট : ০৪ জুন ২০১৭, ১৭:৫৩ | প্রকাশিত : ০৪ জুন ২০১৭, ১৭:৪৬

২০১৭-১৮ অর্থবছরের বাজেটকে তার দেয়া সেরা বাজেট বলেছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। আর এ জবাবে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, এখন পর্যন্ত বাংলাদেশে যত বাজেট হয়েছে, তার মধ্যে সবচেয়ে খারাপ বাজেট এটি।

রবিবার রাজধানীতে বিএনপির সহযোগী সংগঠন স্বেচ্ছাসেবক লীগের এক আলোচনায় ফখরুল এ কথা বলেন। বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৩৬তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে এআ আলোচনার আয়োজন করা হয়।

গত বৃহস্পতিবার জাতীয় সংসদে চার লাখ ২৬৬ কোটি টাকার বাজেট প্রস্তাব করেন অর্থমন্ত্রী। এবারের বাজেটের পর সবচেয়ে বেশি আলোচনা হচ্ছে ব্যাংক হিসাবে লাখ টাকার বেশি লেনদেন হলে আবগারি শুল্ক ৫০০ টাকা থেকে বাড়িয়ে ৮০০ টাকা এবং নিত্যপণ্য ছাড়া সব পণ্যে ১৫ শতাংশ ভ্যাট আরোপের সিদ্ধান্তটি নিয়ে।

করের আওতা বাড়ানো ছাড়াও নানা কারণে মধ্যবিত্ত চাপে পড়বে বলে অর্থনীতিবিদদের একাংশ মত প্রকাশ করেছেন। তবে বাজেটোত্তের সংবাদ সম্মেলনে অর্থমন্ত্রী বলেছেন, এই বাজেটে কোনো খুঁত নেই। তার দেয়া শ্রেষ্ঠ বাজেট এটি।

স্বেচ্ছাসেবক লীগের আলোচনায় অর্থমন্ত্রীর এই বক্তব্যের জবাব দেন ফখরুল। তিনি বলেন, এত বাজে বাজেট কখনও দেয়া হয়নি। তিনি বলেন ‘এমনকি যারা আওয়ামী লীগের প্রতি দুর্বল তারাও বলছে এ পর্যন্ত বাংলাদেশে যত বাজেট হয়েছে তারমধ্যে সবচেয়ে খারাপ বাজেট। কেননা সবাই বলছে এই বাজেটে জনগণের ওপরে বোঝা চাপানো হয়েছে।’

ফখরুল বলেন, ‘এর মাধ্যমে (বাজেট) জনগণের ওপর করের বোঝা চাপিয়ে দেয়া হয়েছে। এমন কোনো লোক খুঁজে পাওয়া যাবে না যারা বাজেট সম্পর্কে ভাল মন্তব্য করেছে। … এর মাধ্যমে পুরো অর্থনৈতিক ব্যবস্থাকে ধ্বংস করে ফেলার চেষ্টা হয়েছে।’

বিএনপি মহাসচিব বলেন, ‘সরকার একদিকে ব্যাংক লুট করে শেষ করে দিয়েছে। ছয়টা রাষ্ট্রায়ত্ব ব্যাংককে লোকসানি প্রতিষ্ঠানে পরিণত করেছে। এখন জনগণের ট্যাক্সের টাকা থেকে ১৫ হাজার কোটি টাকা সেখানে ভর্তুকি দেবে।’ তিনি বলেন, ‘টাকা যাবে জনগণের পকেট থেকে। তারা করবে চুরি, করবে লুটপাট, বিদেশে বাড়ি তৈরি করবে, বিত্ত তৈরি করবে, আর সেটার খেসারত দেবে বাংলাদেশের মানুষ তাদের পকেটের টাকা দিয়ে। এই অবস্থায় দেশকে নিয়ে গেছে সরকার।’

ফখরুল বলেন, ‘আজকে দেখুন আমাদের দেশের লক্ষ লক্ষ শিক্ষিত যুবক তরুণেরা বেকার। কিন্তু বাজেটে তাদের কর্মসংস্থানের ব্যাপারে কোনো কথা নেই। তারা কর নেবে আর মেগা প্রজেক্ট করবে। যেখান থেকে তারা মেগা লুট করবে। এই হচ্ছে তাদের আসল উদ্দেশ্য।’

বিএনপি মহাসচিব বলেন, “প্রকৃতিগতভাবে এরা লুটেরা। ১৯৭২-৭৫ সালেও আওয়ামী লীগ যখন ক্ষমতায় ছিল একইভাবে তারা লুট করেছে। এ জন্যই মজলুম জননেতা মওলানা আব্দুল হামিদ খান ভাসানী বলেছিলেন, বাংলাদেশ বাদ দিয়ে আওয়ামী লীগের নাম রাখা হোক- ‘নিখিল বাংলাদেশ লুটপাট সমিতি’।”

ঢাকাটাইমস/০৪জুন/বিইউ/ডব্লিউবি

সংবাদটি শেয়ার করুন

রাজনীতি বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

রাজনীতি এর সর্বশেষ

অসুস্থ নেতাকর্মীদের দেখতে হাসপাতালে যুবদল নেতা মুন্না

ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রলীগের আইন উপসম্পাদক হলেন জার্জিস বিন এরতেজা

রাজধানীর ৩৫টি স্পটে যুবলীগের সুপেয় পানি, স্যালাইন ও ছাতা বিতরণ

ওলামা দলের ৫ সদস্যের আংশিক কেন্দ্রীয় কমিটি ঘোষণা

প্রভূ রাষ্ট্রের পরিকল্পনায় ফরিদপুরে দুই সহোদরকে হত্যা করা হয়েছে: রাশেদ প্রধান

বীর মুক্তিযোদ্ধা গাজী ফজলুর রহমানের মৃত্যুবার্ষিকীতে দোয়া

যদি বন্ধু হও সীমান্তে অহরহ গুলি কেন, ভারতকে ফারুক

শনিবার স্কুল খোলা রেখে শিশুদের মৃত্যুর মুখে ঠেলে দেওয়া হচ্ছে: রিজভী

সিদ্ধান্ত উপেক্ষা করে নির্বাচনে যাওয়ায় বিএনপির ৭৩ নেতা বহিষ্কার

‘ফরিদপুরে সহোদর হত্যায় প্রভাবশালীদের এখনো গ্রেপ্তার করেনি প্রশাসন’

এই বিভাগের সব খবর

শিরোনাম :