সোনাগাজীতে ডাকাতের গুলিতে চার পুলিশ সদস্য আহত

ফেনী প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ৩০ জুন ২০১৭, ১০:৩৪

ফেনীর সোনাগাজীতে ডাকাত দলের গুলিতে চার পুলিশ সদস্য আহত হয়েছে। শুক্রবার ভোর সাড়ে চারটার দিকে উপজেলার মুহুরী প্রজেক্ট একালায় এ ঘটনায় ডাকাত দলের এক সদস্যও গুলিবিদ্ধ হয়েছে।

আহত পুলিশ সদস্যরা হলেন- এএসআই বুদেব, কনস্টেবল মো. হানিফ, মো. লতিফ ও সুদত্ত চাকমা।

সোনাগাজী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হুমায়ুন কবির ঢাকাটাইমসকে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ডাকাতদের গুলিতে আহত চার পুলিশ সদস্যকে সোনাগাজী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। গুলিবিদ্ধ ডাকাত শরীফকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা শেষে ফেনী সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

ওসি বলেন, সংঘবদ্ধ ডাকাত দল ডাকাতি করছিল এমন খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে পুলিশ। পুলিশের উপস্থিতি টের পেয়ে ডাকাত সদস্যরা পুলিশের ওপর গুলি চালালে পুলিশও পাল্টা গুলি ছোড়ে।

এ সময় এক ডাকাত ও চার পুলিশ সদস্য আহত হন। ঘটনাস্থল থেকে পুলিশ এলজি, দেশি পাইপগানসহ ১০ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে।

এ ব্যাপারে সোনাগাজী মডেল থানায় ডাকাতির অভিযোগে মামলা প্রস্তুতি চলছে।

(ঢাকাটাইমস/৩০জুন/প্রতিনিধি/জেডএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :