রাবিতে সাংবাদিককে পিটুনি

রাবি প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১০ জুলাই ২০১৭, ১৬:০৩

রাজশাহী বিশ্বদ্যিালয়ে কর্মরত ডেইলি স্টারের বিশ্ববিদ্যালয় প্রতিনিধি আরাফাত রহমানকে পিটিয়ে গুরুতর আহত করেছে বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের নেতাকর্মীরা। সোমবার বেলা ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে এ ঘটনা ঘটে।

আহত আরাফাত রহমানকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, কুমিল্লা থেকে রাজশাহী ফিরছিলেনে দেশ ট্রাভেলস বাসে চড়ে রাজশাহী ছাত্রলীগের আইনবিষয়ক সম্পাদক সাইফুল ইসলাম বিজয়। বাস পরিচালকের সাথে ভাড়া নিয়ে বাকবিতণ্ডা সৃষ্টি হয় বিজয়ের। পরে বিশ্ববিদ্যালয়ের কাছে এলে বিজয় ও বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের নেতাকর্মীরা বাস ভাঙচুর ও পরিচালককে মারধর করছে এমন তথ্যে সেখানে খবর সংগ্রহে যান সাংবাদিক আরাফাত রহমান। ঘটনার কিছু স্থিরচিত্র তোলার সময় আরাফাতকে বেধড়ক পেটাতে থাকেন বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের আইনবিষয়ক সম্পাদক সাইফুল ইসলাম বিজয় ও যুগ্ম সাধারণ সম্পাদক কে এম সাদ্দাম হোসেন সজীব, সাংগঠনিক সম্পাদক আবিদ আহসান লাবনসহ নেতাকর্মীরা।

পরে মেইন গেটে দায়িত্বরত পুলিশ আরাফাতকে উদ্ধার করে। তার মাথায় ও চোখে মারাত্মক জখম হয়েছে।

আহত অবস্থায় আরাফাতকে প্রথমে বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টারে ভর্তি করা হয়। পরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

আরাফাত রহমান বিশ্ববিদ্যালয় গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের ২য় বর্ষের শিক্ষার্থী ও রিপোর্টার্স ইউনিটির সদস্য।

এদিকে ছাত্রলীগকর্তৃক সাংবাদিক মারধরের ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বিশ্ববিদ্যালয়ে কর্মরত সাংবাদিকরা। রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রেসক্লাব, রাবি সাংবাদিক সমিতি, রিপোর্টারস ইউনিটির সভাপতি ও সাধারণ সম্পাদক স্বাক্ষরিত পৃথক বিবৃতিতে এ নিন্দা ও প্রতিবাদ জানান তারা।

ঘটনার বিষয়ে জানতে চাইলে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি গোলাম কিবরিয়া বলেন, সাংবাদিক নির্যাতনের সাথে যদি কোন ছাত্রলীগ নেতাকর্মী জড়িত থাকেন- তাহলে তদন্ত করে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে।

বিশ্ববিদ্যালয় প্রক্টর অধ্যাপক মজিবুল হক আজাদ খান বলেন, বিষয়টি সম্পর্কে জেনেছেন এবং বিষয়টি দেখছেন বলে জানান তিনি।

(ঢাকাটাইমস/১০জুলাই/প্রতিনিধি/এলএ)

সংবাদটি শেয়ার করুন

শিক্ষা বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিক্ষা এর সর্বশেষ

ঢাকা মহানগর উত্তর ছাত্রলীগের সহ-সভাপতি হলেন পাবনার দুলাল

স্বাধীন ফিলিস্তিন আন্দোলনে সংহতি জানিয়ে সাতক্ষীরা মেডিকেল কলেজে সমাবেশ

বেরোবি ও বাংলাদেশ মেরিন একাডেমির মধ্যে সমঝোতা চুক্তি স্বাক্ষর

প্রাথমিকে মঙ্গলবার থেকে স্বাভাবিক রুটিনে পাঠদান

বুধবার থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে সশরীরে ক্লাস

সর্বজনীন পেনশন স্কিম বাতিলের দাবিতে হাবিপ্রবি শিক্ষক সমিতির সাধারণ সভা 

ইবি এবং তুরস্কের ইগদির বিশ্ববিদ্যালয়ের মধ্যে সমঝোতা স্মারক

‘কর্মনিষ্ঠ ও ত্যাগী পেশাজীবীকে প্রতিষ্ঠান সবসময় মনে রাখবে’

যুক্তরাষ্ট্রে চলমান আন্দোলনে ঢাবি শিক্ষার্থীদের সংহতি, নেতানিয়াহুর কুশপুতুল দাহ

শুক্রবার ক্লাস নেওয়ার পোস্টটি ভুলবশত হয়েছে: শিক্ষা মন্ত্রণালয়

এই বিভাগের সব খবর

শিরোনাম :