‘আমাকে বিয়ের প্রস্তাব দেন ইমরান খান’

আন্তর্জাতিক ডেস্ক, ঢাকাটাইমস
| আপডেট : ০৬ আগস্ট ২০১৭, ২২:০৯ | প্রকাশিত : ০৬ আগস্ট ২০১৭, ২২:০২

পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) সাবেক নেত্রী আয়েশা গুলালাই আবারও দলের প্রধান ইমরান খানের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ তুললেন। শুধু তাই নয় ইমরান খান তাকে বিয়ের প্রস্তাবও দেন বলে ডন নিউজের এক অনুষ্ঠানে দেয়া সাক্ষাৎকারে এসব কথা বলেন তিনি। গতকাল শনিবার অনুষ্ঠানটি প্রচারিত হয়। আয়েশা গুলালাই যৌন হয়রানির অভিযোগ তুলে গত মঙ্গলবার তিনি দল ছাড়েন।

আয়েশা গুলালাই বলেছেন, দলের প্রধান ইমরান খান তাকে অশোভন খুদে বার্তা পাঠাতেন। এই খুদে বার্তা তিনি তার বাবা ও ভাইকে দেখিয়েছেন। তার ইমরানের খানের মুখোমুখি হন।

আয়েশা বলেন, ‘আমার বাবা একজন অধ্যাপক, তিনি খুবই ভদ্রভাবে এ নিয়ে আলোচনা শুরু করেছিলেন। কিন্তু ইমরান খান তার ভুল অস্বীকার করেন এবং আলোচনার মোড় অন্যদিকে ঘুরিয়ে দিতে চেষ্টা করেন।’

‘এ আলোচনার পরও ইমরান খান খুদে বার্তা পাঠাতে থাকেন। তাই আমি রাজনীতি ছেড়ে দিয়ে পর্দার আড়ালে চলে যাই।’

এ বিষয়ে আয়েশা বিস্তারিত বলতে চাননি। তবে তিনি বলেছেন, ইমরান তাকে শুরুর দিকে অনুচিত ও অশোভন খুদে বার্তা পাঠিয়েছেন। তবে তার বাবার সঙ্গে ইমরানের আলোচনার আগে বিয়ের প্রস্তাব দেন।

খুদে বার্তার জবাব তিনি সবসময় ভদ্র ভাষায় দিতেন আয়েশা। তিনি বলেছেন, শুরুতে খুবই বিনয়ের সঙ্গে জবাব দিয়েছেন। একপর্যায়ে রাগও প্রকাশ করেছেন, কড়া ভাষায় কথা বলেছেন।

তিনি বলেন, ‘এই পুরো সময়টা আমি ও আমার পরিবার মানসিক নির্যাতনের মধ্য দিয়ে গিয়েছি। আর এ কারণেই আমি দল ছেড়েছি।’

অন্য এক প্রশ্নের জবাবে আয়েশা দাবি করেন, ‘ইমরান তাকে সরাসরি বিয়ের প্রস্তাব দেননি কিন্তু খুদে বার্তায় এ নিয়ে কথা বলেছেন। রেহাম খানের সঙ্গে বিয়ের আগে ইমরান বিয়ের প্রস্তাব দিয়েছিল। রেহামের সঙ্গে বিবাহ বিচ্ছেদের পর জুলাই মাসে আবার আমার সঙ্গে পরোক্ষভাবে যোগাযোগ শুরু করেন ইমরান।’

নিজের সিদ্ধান্তের বিষয়টি জনগণের সামনে প্রকাশ করা প্রসঙ্গে আয়েশা বলেন, ‘আমি পাকিস্তানি নারীদের স্বার্থে কথাগুলো বলেছি। আমি কোনো ভুল করিনি।’

(ঢাকাটাইমস/৬আগস্ট/এসআই)

সংবাদটি শেয়ার করুন

আন্তর্জাতিক বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

আন্তর্জাতিক এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :