বোয়ালমারীতে প্রেমিকের বাড়িতে স্কুলছাত্রীর অনশন

এরশাদ সাগর, বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি
 | প্রকাশিত : ২০ সেপ্টেম্বর ২০১৭, ১০:২৮

বিয়ের দাবিতে ফরিদপুরের বোয়ালমারী উপজেলার ডোবরা গ্রামে প্রেমিকের বাড়িতে সাত দিন ধরে অনশন করছে একজন স্কুলছাত্রী।

মঙ্গলবার সরেজমিন ডোবরা গ্রামের মৃত সিরাজ মিনার ছেলে ইয়াছিন মিনার (২৫) বাড়িতে গিয়ে অনশনরত দেখা যায় শিবানন্দপুর গ্রামের সবুরজানের মেয়ে রুমা আকতারকে। সম্পর্কে তারা মামাতো-ফুফাতো ভাই-বোন বলে জানান ইয়াছিনের সৎবাবা।

জানা যায়, ডোবরা পারটেক্স জুট মিলে চাকরির সুবাদে ইয়াছিন মিনা প্রায়ই মিলসংলগ্ন রুমাদের বাড়িতে যেতেন। তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে উঠলে বিয়ের প্রলোভন দেখিয়ে রুমার সঙ্গে অন্তরঙ্গ মেলামেশা করেন তিনি। একপর্যায়ে রুমা ইয়াছিনকে বিয়ের কথা বললে তিনি অস্বীকার করেন।

পরে রুমার পরিবার ইয়াছিনের পরিবারকে বারবার জানালেও কোনো সমাধান না হওয়ায় মেয়েটি বিয়ের দাবিতে ইয়াছিনের বাড়িতে চলে আসে। সেখানে গত এক সপ্তাহ ধরে অনশন করছে রুমা।

বাড়িতে প্রেমিকা আসার পর থেকে ইয়াছিন পলাতক। অনশনরত রুমা আক্তার জানায়, ইয়াছিন বিয়ের প্রলোভন দেখিয়ে তার সর্বনাশ করেছে। বিয়ে না হওয়া পর্যন্ত এ বাড়ি থেকে যাবে না সে।

রুমার মা সবুরজান বলেন, ‘ইয়াছিনের সাথে আমার মেয়ের দীর্ঘদিনের প্রেমের সম্পর্ক। আমার মেয়েকে বিয়ের প্রলোভন দেখিয়ে মেলামেশা করেছে। এখন সে বিয়ে করতে অস্বীকার করছে। ইয়াছিনের পরিবারকে বলেও কোনো লাভ হয়নি।’

এ ব্যাপারে ইয়াছিনের পরিবারের পক্ষে তার মায়ের দ্বিতীয় স্বামী শাহিদ মাতুববর জানান, ছেলে-মেয়ে মামাতো ও ফুফাতো ভাই-বোন। তাদের মধ্যে প্রেমের সম্পর্ক থাকতেই পারে। আত্মীয় হিসেবে রুমা হয়তো এখানে বেড়াতে এসেছে। বিয়ের বিষয়ে কথা বলতে তিনি এড়িয়ে যান।

অনশনের ঘটনা শুনেছেন জানিয়ে সাতৈর ইউপি চেয়ারম্যান মো. মজিবুর রহমান বলেন, বিষয়টি সমাধানের চেষ্টা করবেন তিনি, না হলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

(ঢাকাটাইমস/২০সেপ্টেম্বর/মোআ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

দিনাজপুরে পেট্রল পাম্পে আগুন, জনতার হামলায় আহত ফায়ারের দুই কর্মীসহ ৪

চাঁদপুরে জেলা জামায়াতের সেক্রেটারি গ্রেপ্তার, আদালতে সোপর্দ

টেকনাফে টমটমচালক হত্যার রহস্য উন্মোচন, মূল হোতাসহ গ্রেপ্তার ৬

সাঁথিয়ায় অগ্রণী ব্যাংকের ভল্ট থেকে ১০ কোটি টাকা আত্মসাৎ, গ্রেপ্তার তিন কর্মকর্তা

৬ লাখ মেট্রিক টন ইলিশ উৎপাদনের সম্ভাবনা দেখছেন চাঁদপুর জেলা মৎস কর্মকর্তা

হাতিয়ায় ডুবে যাওয়া জাহাজের ১১ নাবিক উদ্ধার, একজন নিখোঁজ

কুমিল্লায় পৃথক ঘটনায় পানিতে ডুবে মারা গেল ৪ শিশু

ঝিনাইদহে স্ত্রী হত্যার দায়ে স্বামীর যাবজ্জীবন

জব্বারের বলিখেলার ১১৫তম আসরে চ্যাম্পিয়ন বাঘা শরীফ

ব্রাহ্মণবাড়িয়ায় মহারাজ আনন্দ স্বামীর ১৯৩ তম জন্মবার্ষিকী পালিত

এই বিভাগের সব খবর

শিরোনাম :