সরাসরি বিশ্বকাপে খেলবে যে আটটি দল

ক্রীড়া ডেস্ক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২০ সেপ্টেম্বর ২০১৭, ১৬:২৪

২০১৯ সালের ৩০ মে-১৫ জুলাই ইংল্যান্ড ও ওয়েলসে অনুষ্ঠিত হবে আইসিসি বিশ্বকাপের ১২তম আসর। এই আসরে অংশ নিবে মোট দশটি দল। এর মধ্যে আটটি দল সরাসরি অংশ নিবে। আর বাকি দুইটি দল নির্ধারিত হবে বাছাইপর্বের মাধ্যমে।

কোন আটটি দল সরাসরি অংশ নিবে তা ইতোমধ্যে নিশ্চিত হয়েছে। গতকাল ইংল্যান্ডের বিপক্ষে পাঁচ ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে হেরেছে ওয়েস্ট ইন্ডিজ। এই হারের ফলে ক্যারিবীয়দের বিশ্বকাপে সরাসরি অংশ নেয়ার সব সম্ভাবনা শেষ। তাই বাছাইপর্বে খেলতে হবে তাদের।

ওয়েস্ট ইন্ডিজ বাদ পড়ায় শ্রীলঙ্কার সরাসরি বিশ্বকাপে খেলার বিষয়টি নিশ্চিত হয়েছে। বাংলাদেশের আগেই সরাসরি বিশ্বকাপে অংশ নেয়ার বিষয়টি নিশ্চিত হয়েছিল। তাহলে আমরা এক নজরে দেখে নিই কোন আটটি দল সরাসরি বিশ্বকাপে অংশ নিবে।

যে আটটি দল ২০১৯ সালের আইসিসি বিশ্বকাপে সরাসরি অংশ নিবে:

বাংলাদেশ, ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা, সাউথ আফ্রিকা, নিউজিল্যান্ড।

(ঢাকাটাইমস/২০ সেপ্টেম্বর/এসইউএল)

সংবাদটি শেয়ার করুন

খেলাধুলা বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :