ভোলায় বিট পুলিশিং ও অভিযোগ বক্স উদ্বোধন

ভোলা প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২৩ সেপ্টেম্বর ২০১৭, ১৬:৫৮

ভোলায় সন্ত্রাস, জঙ্গিবাদ, চাঁদাবাজি, মাদক, বাল্যবিবাহ, ইভটিজিং, যৌতুক ও সাইবার ক্রাইম প্রতিরোধে বিট পুলিশিং কার্যক্রম উদ্বোধন করা হয়েছে। একই সঙ্গে পৌরসভার বিভিন্ন পয়েন্টে পুলিশের তথ্য অভিযোগ বক্স উদ্বোধন করা হয়েছে।

এ উপলেক্ষ শনিবার বেলা ১১টা থেকে ভোলা সদর মডেল থানার আয়োজনে পৌরসভা হলরুমে এক আলোচনা সভার আয়োজন করা হয়।

এতে অতিরিক্ত পুলিশ সুপার মো. সাইফইদ্দীন শাহীনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান মো. আবদুল মমিন টুলু।

প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মো. মোকতার হোসেন। গেস্ট অব অনার হিসেবে উপস্থিত ছিলেন পৌরসভার মেয়র মো. মনিরুজ্জামান।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, প্রেসক্লাব সভাপতি এম হাবিবুর রহমান, সাধারণ সম্পাদক সামস-উল-আলম মিঠু, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার দোস্ত মাহমুদ, ডেপুটি কমান্ডার মো. শফিকুল ইসলাম, উপজেলা ভাইস চেয়ারম্যান মো. ইউনুছ, জেলা পরিষদ প্যানেল চেয়ারম্যান মো. নজরুল ইসলাম গোলদার, জেলা পুজা উদযাপন পরিষদ সভাপতি অধ্যক্ষ দুলাল চন্দ্র ঘোষ, বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যক্ষ রুহুল আমিন জাহাঙ্গীর।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর খায়রুল কবির, পৌরসভার কাউন্সিলরসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ।

এসময় বক্তারা বিট পুলিশিং কার্যক্রম ও বিভিন্ন স্পটে পুলিশের তথ্য-অভিযোগ বক্স চালু করায় জেলা পুলিশ প্রশাসনকে ধন্যবাদ জানান।

আলোচনা সভা শেষে প্রধান অতিথি বিট পুলিশিং কার্যক্রম ও পুলিশের তথ্য-অভিযোগ বক্স শুভ উদ্বোধন ঘোষণা করেন।

(ঢাকাটাইমস/২৩সেপ্টেম্বর/প্রতিনিধি/ইএস)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :