শেরপুরে ৯ হাজার চাষি পাবেন প্রণোদনা

শেরপুর প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২৮ সেপ্টেম্বর ২০১৭, ২০:৪৯

শেরপুরে বন্যা ও অতিবৃষ্টিতে ক্ষতিগ্রস্ত কৃষকদের ক্ষতি পুষিয়ে নিতে কৃষি প্রণোদনা কর্মসূচি শুরু করেছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। এজন্য জেলায় এক বিঘা জমিতে মাসকলাই ও রবিশস্য আবাদ করার জন্য নয় হাজার ৪২৪ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষককে প্রয়োজনীয় বীজ ও সার বিনামূল্যে প্রদান করা হচ্ছে।

বৃহস্পতিবার দুপুরে শেরপুর সদর উপজেলা পরিষদ হলরুমে ২৫০ জন কৃষকের মাঝে মাসকালাই আবাদের জন্য ৫ কেজি বীজ, ১০ কেজি ডিএপি ও ৫ কেজি এমওপি সার বিতরন করে কর্মসূচির উদ্বোধন করা হয়। পর্যায়ক্রমে সরিষা, ভুট্টা, গম, বিটি বেগুন ও মুগ ডালের বীজ ও সার বিতরণ করা হবে। এতে ডাল ও তেলজাতীয় ফসলের আবাদ বৃদ্ধির সাথে সাথে স্থানীয় কৃষকরা লাভবান হবে বলে আশা করছে কৃষি বিভাগ।

মাসকালাই বীজ ও সার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সদর উপজেলা চেয়ারম্যান ছানুয়ার হোসেন ছানু।

উপজেলা নির্বাহী কর্মকর্তা হাবিবুর রহমানের সভাপতিত্বে অন্যান্যের মাঝে উপজেলা ভাইস-চেয়ারম্যান শামীম আরা শামীমা, উপজেলা কৃষি কর্মকর্তা পিকন কুমার সাহা, ইউপি চেয়ারম্যান আব্দুল মজিদ প্রমুখ বক্তব্য রাখেন।

এসময় উপকারভোগী কৃষক, ইউপি সদস্যবৃন্দ, উপ-সহকারী কৃষি কর্মকর্তাসহ বিভিন্ন বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

(ঢাকাটাইমস/২৮সেপ্টেম্বর/প্রতিনিধি/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :