জামালপুরে ফেসবুকে সরকারবিরোধী স্ট্যাটাস, শিবির কর্মী গ্রেপ্তার

জামালপুর প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১৩ অক্টোবর ২০১৭, ১৮:০৯

জামালপুরের বকশীগঞ্জে ফেসবুকে সরকার ও রাষ্ট্রবিরোধী স্ট্যাটাস দেয়ায় আহাম্মেদ সায়েম নামে এক শিবির কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার রাতে পৌর শহরের সীমারপাড় এলাকায় তার নিজ বাড়ি থেকে পুলিশ তাকে গ্রেপ্তার করে। তার বিরুদ্ধে তথ্যপ্রযুক্তি আইনে মামলা হয়েছে। শুক্রবার তাকে আদালতে পাঠানো হয়েছে।

আহাম্মেদ কবীর উপজেলা জামায়াতে ইসলামীর সাবেক সেক্রেটারি মৃত রাজ্জাক জেহাদির ছেলে।

বৃহস্পতিবার বিকালে শিবির কর্মী আহাম্মেদ সায়েম তার নিজস্ব ফেসবুক ওয়ালে প্রধানমন্ত্রী, পুলিশ প্রধান ও র‌্যাবের মহাপরিচালকের বিরুদ্ধে মানহানিকর আপত্তিকর ও সরকারবিরোধী কথাবার্তা লিখেন এবং খুব দ্রুত সময়ের মধ্যে সেনাবাহিনী দেশের ক্ষমতাভার গ্রহণ করছে বলে উল্লেখ করেন। সরকার ও রাষ্টবিরোধী এমন স্ট্যাটাস দেয়ায় উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি ছাইদুর রহমান লাল বৃহস্পতিবার তার বিরুদ্ধে তথ্যপ্রযুক্তি আইনে মামলা করেন। মামলার পরে রাতেই পুলিশ তাকে গ্রেপ্তার করে। শুক্রবার তাকে আদালতে পাঠানো হয়েছে।

বকশীগঞ্জ থানার অফিসার ইনচার্জ আসলাম হোসেন জানান, অভিযোগে শিবির কর্মী আহম্মেদ সায়েম গ্রেপ্তার করা হয়েছে। শুক্রবার তাকে আদালতে প্রেরণ করা হয়েছে।

(ঢাকাটাইমস/১৩অক্টোবর/প্রতিনিধি/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :