গাইবান্ধায় বিনামূল্যে চক্ষু চিকিৎসা

গাইবান্ধা প্রতিনধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২৭ অক্টোবর ২০১৭, ১৫:১৯

আল-বাশার ইন্টারন্যাশনাল ফাউন্ডেশনের উদ্যোগে গাইবান্ধায় সপ্তাহব্যাপী দুঃস্থ চক্ষু রোগীদের বিনামূল্যে চক্ষুসেবা শুরু হয়েছে। শুক্রবার সকাল আটটায় গাইবান্ধা ইসলামিয়া উচ্চ বিদ্যালয়ে এ কার্যক্রমের উদ্বোধন করেন সংস্থাটির বাংলাদেশ অঞ্চলের মহাপরিচালক ড. আহমাদ তাহির আল-মিম্বারিব।

ভোরের আলো ওঠার সাথে সাথেই জেলার সাত উপজেলার বিভিন্ন এলাকা থেকে আসা চক্ষু রোগীদের ভিড় জমতে থাকে ইসলামিয়া স্কুলে মাঠে। মাঠের কয়েকটি স্থানে থেকে রোগীরা টিকিট সংগ্রহ করে তাদের চিকিৎসা ক্যাম্পে প্রবেশ করছে। বিদ্যালয়ের নিচ তলায় মহিলা রোগী এবং ২য় তলায় পুরুষ রোগীদের প্রথম পর্যায়ের পরীক্ষা-নিরীক্ষা শুরু করেছে বিশেষজ্ঞ চিকিৎসক।

এ বিষয়ে আল নূর চক্ষু হাসপাতালের মেডিকেল ডিরেক্টর ডা. মুহাম্মদ আবু সাঈদ ঢাকাটাইমসকে বলেন, প্রথম পর্যায়ের পরীক্ষা-নিরীক্ষা চলছে। সুন্দরগঞ্জ উপজেলার ছাপরহাটি থেকে আসা মমেনা বেগম (৬৫) বলেন, চোখে কম দেখি, সেই জন্য এখানে চোখ দেখাতে এখানে আসছি। ডা. চোখ দেখে ওষুধ ও চশমা দিচে।

ফুলছড়ি উপজেলার চর খাটিয়ামারির আসমা বেওয়া ছেলের হাত ধরে চোখ দেখাতে এসেছেন এখানে। আসমা বেওয়া জানান, বাবা চোখে ঝাপসা দেখি, চোখ দিয়ে পানি পড়ে, দূরের মানুষ চিনি না। সন্ধ্যা হলেই চলতে পাড়ি না। চোখ দেখে ডাক্তার বলছে- অপরাশন করতে হবে।

প্রসঙ্গত, বাংলাদেশসহ বিশ্বের ৪৪টি দেশে তাদের কার্যক্রম চলছে। এ পর্যন্ত গাইবান্ধাসহ ৪১টি জেলায় কাজ করছে সংস্থাটি। গাইবান্ধায় এটি তাদের ৪৮তম ক্যাম্প। সারাবিশ্বে এ পর্যন্ত ৩০ লক্ষ নারী-পুরুষ তাদের এ চিকিৎসাসেবা গ্রহণ করেছে।

(ঢাকাটাইমস/২৭অক্টোবর/প্রতিনিধি/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :