‘শেখ হাসিনাই সম্প্রীতি স্থাপনের ক্ষমতা রাখেন’

মাগুরা প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ৩০ অক্টোবর ২০১৭, ১৫:৫৮

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী বীর বাহাদুর উশৈ সিং এমপি বলেছেন, ‘প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাই দেশের সব ধর্মের মানুষের মধ্যে সম্প্রীতি স্থাপন করার ক্ষমতা রাখেন। প্রধানমন্ত্রী মিয়ানমারে নির্যাতনের শিকার মানুষকে আশ্রয় দেয়ায় সারাবিশ্ব আজ তাকে বলছেন ‘মাদার অব দ্যা হিউম্যানিটি’।

প্রতিমন্ত্রী রবিবার রাত সাড়ে ১১টায় মাগুরার ঐতিহ্যবাহী কাত্যায়নী পূজা মণ্ডপ পরিদর্শেনের সময় শহরের জামরুলতলা পূজা মণ্ডপে অনুষ্ঠিত আলোচনা সভায় এসব কথা বলেন।

অনুষ্ঠানে জেলা পরিষদ চেয়ারম্যান পঙ্কজ কুন্ডুর সভাপতিত্বে বক্তব্য দেন জেলা প্রশাসক মোহাম্মদ আতিকুর রহমান, পুলিশ সুপার মনিবুর রহমান, প্রধানমন্ত্রীর সহকারি একান্ত সচিব অ্যাডভোকেট সাইফুজ্জামান শিখর।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা প্রশাসক জিয়া উদ্দিন আহমেদ, মাগুরার অতিরিক্ত জেলা প্রশাসক আজমুল হক প্রমুখ।

আলোচনা সভায় প্রতিমন্ত্রী আরও বলেন, সব ধর্মের মানুষকে সমমর্যাদায় স্থাপন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তার সুযোগ্য নেতৃত্বে বর্তমানে মানুষের মাথা পিছু আয় বাড়ার পাশপাশি বিদ্যুৎ, শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ ব্যবস্থাসহ প্রতিটি ক্ষেত্রে ব্যাপক উন্নয়ন হয়েছে। আগামীতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে ডিজিটাল বাংলাদেশ তথা সমৃদ্ধশালী উন্নত দেশ গড়ার লক্ষে তিনি প্রধানমন্ত্রীর জন্য সবার কাছে আর্শিবাদ প্রার্থনা করেন।

এর আগে প্রতিমন্ত্রী বীর বাহাদুর উশৈ সিং শহরের দরিমাগুরার সানা বাবুর বটতলা, নিজনান্দুয়ালী নিতাই গৌর গোপাল সেবাশ্রম, নতুন বাজার স্মৃতি সংঘ, বাটিকাডাঙ্গা, শিবরামপুরসহ বেশ কয়েটি পূজামণ্ডপ পরিদর্শন করেন।

(ঢাকাটাইমস/৩০অক্টোবর/প্রতিনিধি/জেবি)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :