মুন্সীগঞ্জে ২৬টি বিষধর সাপ উদ্ধার

মুন্সীগঞ্জ প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১১ নভেম্বর ২০১৭, ১৬:৫২

মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার পূর্ব দেউলভোগ এলাকা থেকে ২৬টি বিষধর সাপ উদ্ধার করা হয়েছে। শংকর দাস ও সুনিল দাসের বাড়ি থেকে সাপগুলো উদ্ধার করা হয়।

শনিবার সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত অভিযান চালিয়ে এসব সাপ উদ্ধার করেন কবিরাজ আব্দুল কাদের।

কবিরাজ জানান, স্থানীয় এলাকাবাসী খবর দিলে দুটি টংয়ের বসতঘর থেকে ২৬টি সাপ উদ্ধার করা হয়। সাপগুলোর মধ্যে রয়েছে- দাড়াইশ, খইয়া পানোস, কালি পানস, দগ্ধ পানস, কিং কোবরা, ঝিংরাজ এবং ১৯টি বাচ্চা সাপ। খবর দেয়ার আগেই এলাকাবাসী সাতটি বাচ্চা সাপ মেরে ফেলে।

এদিকে, সর্প কবিরাজ কাদের নিজ জেলা কুমিল্লায় সাপগুলো নিয়ে যাচ্ছেন। সাপগুলো নিজ কাজে ব্যবহার করবেন বলে জানান তিনি।

(ঢাকাটাইমস/১১নভেম্বর/প্রতিনিধি/জেবি)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :