সহায়তা পেল বন্যায় ক্ষতিগ্রস্ত ঠাকুরগাঁওয়ের ২২ পরিবার

ঠাকুরগাঁও প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১৬ নভেম্বর ২০১৭, ২২:০৩

বন্যায় ক্ষতিগ্রস্ত বালিয়াডাঙ্গী উপজেলার বড়পলাশবাড়ী ও আমজানখোর ইউনিয়নের ২২টি গরিব অসহায় পরিবারের মাঝে ঢেউটিন, সিমেন্টের পিলার ও বিভিন্ন সবজির বীজ বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার বিকাল সাড়ে ৪টায় উপজেলা কৃষি অফিসের ব্যক্তিগত উদ্যোগে এসব বিতরণ করা হয়।

বিতরণের সময় উপজেলা চেয়ারম্যান সফিকুল ইসলাম, ভাইস-চেয়ারম্যান আব্দুস সামাদ পান্না, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ আলী, উপজেলা কৃষি অফিসার শাফীয়ার রহমান, কৃষি সম্প্রসারণ অফিসার সুমন আহম্মেদ, উপ-সহকারী কৃষি অফিসার তপন মাহামুদসহ কৃষি অফিসের অন্যান্য কর্মকর্তা-কর্মচারী উপস্থিত ছিলেন।

বিতরণ শেষে এমন মহৎ উদ্যোগ গ্রহণ করায় কৃষি অফিসের সকল কর্মকর্তা-কর্মচারীর প্রশংসা করেন উপজেলা চেয়ারম্যান ও অন্যরা।

ঢেউটিন, আরসিসি (সিমেন্টের) পিলার ও সবজির বীজ পাওয়া বড়পলাশবাড়ী ইউনিয়নের বালিয়াবস্তী গ্রামের গিয়াস উদ্দীন ও হুসেন আলী বলেন, বন্যার পর পরিবার নিয়ে কোন মতে খেয়ে বেঁচে থাকলেও থাকার মত ঘর তুলতে পারিনি। এখানকার অফিসাররা আমাদের মাথা গুজার ঠাঁই করে দিলেন। ঢেউটিন, সিমেন্টের পিলার ও সবজির বীজ পেয়ে আমরা খুব খুশি।

(ঢাকাটাইমস/১৬নভেম্বর/প্রতিনিধি/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :