বিএনপিকে নির্বাচনে আনতে নতুন আইন হবে না: আইনমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
| আপডেট : ০৯ ডিসেম্বর ২০১৭, ১৮:১৭ | প্রকাশিত : ০৯ ডিসেম্বর ২০১৭, ১৭:৩৬

আগামী জাতীয় সংসদ নির্বাচনকালীন সরকারে শেখ হাসিনা প্রধানমন্ত্রী থাকবেন জানিয়ে আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, আর সবার মতো বিএনপিকে নির্বাচনে অংশ নিতে হবে। তাদের নির্বাচনে আনতে নতুন কোনো আইন করা হবে না।

শনিবার মহানগর নাট্যমঞ্চে দলিল লেখক সমিতির কেন্দ্রীয় কাউন্সিল-২০১৭ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।

আইনমন্ত্রী বলেন, ‘১৯৭২ সালের ৪ নভেম্বর বঙ্গবন্ধু গণপরিষদে দাঁড়িয়ে যে সংবিধান আমাদের দিয়ে গেছেন, সেই সংবিধানের কোনো পরিবর্তন ছাড়াই নির্বাচন হবে। নির্বাচন করবে নির্বাচন কমিশন। আর সরকারের দায়িত্বে থাকবেন শেখ হাসিনা প্রধানমন্ত্রী। এর কোনো ব্যত্যয় ঘটবে না। সংবিধান মাফিক কাজ হবে।’

আইনমন্ত্রী বলেন, ‘সংবিধান নিয়ে যারা ফুটবল খেলেছিল, যারা বাংলাদেশকে পাকিস্তান করার চেষ্টা করেছিল, তাদের কোনো কথা, কোনো দাবি আর মানা হবে না।’

আগামী নির্বাচনে বিএনপির অংশগ্রহণ নিয়ে আনিসুল হক বলেন, ‘বাংলাদেশের সব মানুষ স্বাধীন। সবাই নির্বাচনে অংশ নিতে পারবে। সেটা বিএনপির জন্যও সত্য। তারা যদি নির্বাচনে আসতে চায় তাহলে বাংলাদেশের আইন মেনে তাদের নির্বাচনে আসতে হবে। তাদের জন্য নতুন আইন করে নির্বাচনে আনার কোনো প্রশ্নই ওঠে না।’

প্রধানমন্ত্রীর শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার আহবান জানিয়ে দলিল লেখকদের উদ্দেশে আইনমন্ত্রী বলেন, বাংলাদেশ ২০০৯ সাল থেকে আজ পর্যন্ত শুধু উন্নতির শিখরে উঠছে। সেটা সম্ভব হয়েছে একমাত্র বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনার নেতৃত্বে।

দলিল লেখক সমিতির কেন্দ্রীয় কাউন্সিলের সভাপতি মো. নূর আলম ভূঁইয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন পানিসম্পদ প্রতিমন্ত্রী নজরুল ইসলাম হিরু, সংসদ সদস্য আ ক ম বাহাউদ্দিন বাহার ও নজরুল ইসলাম বাবু এবং নিবন্ধন পরিদপ্তরের মহাপরিচালক খান মো. আব্দুল মান্নান প্রমুখ।

(ঢাকাটাইমস/৯ডিসেম্বর/এমএবি/মোআ)

সংবাদটি শেয়ার করুন

রাজনীতি বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

রাজনীতি এর সর্বশেষ

কেরানীগঞ্জে আ.লীগের নির্বাচনি প্রচারে যুবদলের নেতারা!

বিএনপির আরও তিন নেতা বহিষ্কার

জেল-জুলুমের ভয় দেখিয়ে গণতান্ত্রিক আন্দোলন দমানো যাবে না: সালাম

রাজধানীতে যুবদলের প্রতিবাদ সমাবেশ ১১ মে

৭৫ থেকে ২০০৬ সাল পর্যন্ত গণতন্ত্রকে ধ্বংস করেছে বিএনপি: ওবায়দুল কাদের

আ.লীগ জনগণকে কবরস্থ ক‌রে ক্ষমতা দখলে রাখতে চায়: রিজভী

বাংলাদেশ ও ভারত ভবিষ্যৎ বিশ্বে নানা ক্ষেত্রে নেতৃত্ব দেবে: ড. সেলিম মাহমুদ

রাজনৈতিক দলগুলো কথা বন্ধ রাখলে গণতন্ত্র পিছিয়ে পড়বে: স্থানীয় সরকারমন্ত্রী

স্বাধীন ফিলিস্তিনের দাবিতে শিক্ষাপ্রতিষ্ঠানে পতাকা ওড়ানোসহ ছাত্রলীগের একগুচ্ছ কর্মসূচি ঘোষণা

একদলীয় শাসনে বাংলাদেশে আজ মুক্ত গণমাধ্যম অনুপস্থিত: মঈন খান

এই বিভাগের সব খবর

শিরোনাম :