চুয়াডাঙ্গায় আ.লীগ-বিএনপির ধাওয়া পাল্টা ধাওয়া, আহত ৭

চুয়াডাঙ্গা প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১৬ ডিসেম্বর ২০১৭, ১৬:৫৮

চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার দর্শনা এলাকায় বিজয় দিবসের র‌্যালিতে আওয়ামী লীগ-বিএনপির নেতাকর্মীদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। শনিবার সকালে এ ঘটনা ঘটে। এ ঘটনায় দুই পক্ষের অন্তত সাতজন আহত হয়েছেন।

শনিবার সকালে দর্শনা কলেজ মাঠ থেকে একটি বিজয় র‌্যালি বের করা হয়। র‌্যালিতে অংশ নেয় পৌর মুক্তিযোদ্ধা ইউনিট, পৌর আওয়ামী লীগ ও বিএনপিসহ বিভিন্ন সামাজিক সংগঠন। এ সময় র‌্যালিতে বিএনপিসহ তাদের অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা প্রবেশ করায় উত্তেজনার সৃষ্টি হয়। এক পর্যায়ে বিএনপির একটি পক্ষ র‌্যালি নিয়ে সামনের দিকে এগিয়ে গেলে আওয়ামী লীগের নেতাকর্মীরা ওই র‌্যালিটির ওপর হামলা চালায়। পরে দুই পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে।

এতে দর্শনা পৌর যুবলীগ নেতা আব্দুর রহমান, মিলন এবং বিএনপির শফিউল্লাহ, সাইফুল, সম্রাট, রাসেল ও হাসনাতসহ বেশ কয়েকজন আহত হয়েছেন।

দর্শনা তদন্ত কেন্দ্রের অফিসার ইনচার্জ (ওসি) শোনিত কুমার গাইন জানান, বিজয় র‌্যালিটিতে উত্তেজনা সৃষ্টি হয়। পরে ঘটনার সামাল দিতে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়।

(ঢাকাটাইমস/১৬ডিসেম্বর/প্রতিনিধি/জেবি)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :