৭ মার্চ নারী লাঞ্ছনা আওয়ামী উন্নয়নের নমুনা: রিজভী

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
| আপডেট : ১০ মার্চ ২০১৮, ১৫:০৯ | প্রকাশিত : ১০ মার্চ ২০১৮, ১৪:৪৯

৭ মার্চ রাজধানীতে আওয়ামী লীগের জনসভার দিন মিছিল থেকে নারী লাঞ্ছনাকে ‘আওয়ামী উন্নয়নের নমুনা’ বলে কটাক্ষ করেছেন বিএনপি নেতা রুহুল কবির রিজভী।

শনিবার দুপুরে নয়াপল্টনে দলীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রিজভী এই মন্তব্য করেন।

ঘটনার তিন দিন পর এই প্রথম বিএনপির কোনো নেতা বিষয়টি নিয়ে কথা বললেন। রিজভী বলেন, ‘নারী দিবসে প্রধানমন্ত্রী বলছেন-নারীদের অর্থনৈতিক স্বাধীনতার কথা, তাদের কাজের কথা, তাদের শিক্ষার কথা। অথচ তার দলের সোনার ছেলেদের উৎপীড়নে নারী উন্নয়নের বীভৎস রূপটি ৭ মার্চ দেশবাসী প্রত্যক্ষ করল।’

‘৭ মার্চ নারী লাঞ্ছনা আওয়ামী উন্নয়নের একটি নমুনা। এ ঘটনায় ভুক্তভোগী নারীর বাবা হতাশায় নিজের মেয়েকে নিয়ে দেশ ছেড়ে চলে যাওয়ার কথা শোনা যাচ্ছে।’

১৯৭১ সালের ৭ মার্চ সোহরাওয়ার্দী উদ্যানে বঙ্গবন্ধুর ঐতিহাসিক ভাষণের স্মরণে গত ৭ মার্চ একই ময়দানে সমাবেশ করে আওয়ামী লীগ। এই কর্মসূচিতে ব্যাপক লোক সমাগমের প্রস্তুতি আগেই নেয়া হয়েছিল। আর ময়দানের আশেপাশে বিভিন্ন সড়কে যান চলাচল বন্ধ করা হয়।

গাড়ি বন্ধ থাকা অবস্থায় হেঁটে চলার সময় একাধিক নারী হয়রানির শিকার হয়েছেন বলে অভিযোগ উঠেছে। অন্তত চারজন নারী ফেসবুকে তাদের বিরূপ অভিজ্ঞতা তুলে ধরার পর এ নিয় তোলপাড় হয়, শুরু হয় তীব্র সমালোচনা।

এর মধ্যে বাংলামোটর এলাকায় ভিকারুন নিসা নূন স্কুল অ্যান্ড কলেজের এক শিক্ষার্থীকে হয়রানির ঘটনায় ভিডিও ফুটেজ পাওয়া গেছে বলে জানিয়েছে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল। এরই মধ্যে ওই কিশোরীর বাবা অজ্ঞাতদের আসামি করে মামলা করেছেন আর ভিডিও ফুটেজ পর্যালোচনা করে দায়ীদের চিহ্নিত করার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ।

ঢাকাটাইমস/১০মার্চ/বিইউ/ডব্লিউবি

সংবাদটি শেয়ার করুন

রাজনীতি বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

রাজনীতি এর সর্বশেষ

কেরানীগঞ্জে আ.লীগের নির্বাচনি প্রচারে যুবদলের নেতারা!

বিএনপির আরও তিন নেতা বহিষ্কার

জেল-জুলুমের ভয় দেখিয়ে গণতান্ত্রিক আন্দোলন দমানো যাবে না: সালাম

রাজধানীতে যুবদলের প্রতিবাদ সমাবেশ ১১ মে

৭৫ থেকে ২০০৬ সাল পর্যন্ত গণতন্ত্রকে ধ্বংস করেছে বিএনপি: ওবায়দুল কাদের

আ.লীগ জনগণকে কবরস্থ ক‌রে ক্ষমতা দখলে রাখতে চায়: রিজভী

বাংলাদেশ ও ভারত ভবিষ্যৎ বিশ্বে নানা ক্ষেত্রে নেতৃত্ব দেবে: ড. সেলিম মাহমুদ

রাজনৈতিক দলগুলো কথা বন্ধ রাখলে গণতন্ত্র পিছিয়ে পড়বে: স্থানীয় সরকারমন্ত্রী

স্বাধীন ফিলিস্তিনের দাবিতে শিক্ষাপ্রতিষ্ঠানে পতাকা ওড়ানোসহ ছাত্রলীগের একগুচ্ছ কর্মসূচি ঘোষণা

একদলীয় শাসনে বাংলাদেশে আজ মুক্ত গণমাধ্যম অনুপস্থিত: মঈন খান

এই বিভাগের সব খবর

শিরোনাম :