রোহিঙ্গা ক্যাম্প থেকে আটক ৩৯ বিদেশি মুক্ত

উখিয়া (কক্সবাজার) প্রতিনিধি
| আপডেট : ১১ মার্চ ২০১৮, ২০:৩৩ | প্রকাশিত : ১১ মার্চ ২০১৮, ১৮:৪৫

কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে প্রবেশের চেষ্টাকালে আটক ৩৯ বিদেশি নাগরিককে ছেড়ে দেয়া হয়েছে। রবিবার বিকাল চারটার দিকে অঙ্গীকারনামা নিয়ে তাদের ছেড়ে দেয়া হয়।

এর আগে বেলা বারোটার দিকে উখিয়া শহীদ মিনারের কাছে উখিয়া-টেকনাফ সড়কে গাড়ি তল্লাশির সময় বেশ কয়েকজন নারীসহ ৩৯ বিদেশিকে থানায় নিয়ে আসে পুলিশ।

বিদেশিদের মধ্যে যুক্তরাষ্ট্র, জাপান, ফ্রান্স, তুরস্ক, ভারত, অস্ট্রেলিয়া জাপান, চায়না, ইন্দোনেশিয়া এবং মালয়েশিয়াসহ বিভিন্ন দেশের নাগরিক রয়েছেন। তারা আন্তর্জাতিক সাহায্য সংস্থা এমএসএফ, ডেনিস, এসিপি, রিলিফ ইন্টারন্যাশনালে কর্মরত। তবে পর্যটন ভিসা থাকলেও তাদের ‘ওয়ার্ক পারমিট’ ছিল না বলে জানিয়েছে পুলিশ।

রোহিঙ্গা ক্যাম্পের দায়িত্বে থাকা কক্সবাজার পুলিশের বিশেষ শাখার পরিদর্শক মিজানুর রহমান ঢাকাটাইমসকে জানান, আটক ব্যক্তিদের কাছে টুরিস্ট, বিজনেস ও অনারেবল ভিসাযুক্ত ৩৯টি পাসপোর্ট পাওয়া গেছে। কক্সবাজার পুলিশের এডিশনাল এসপি শহিদুল হক ও উখিয়া সার্কেলের এএসপি চাইলাউ মার্মা তাদের জিজ্ঞাসাবাদ করেন।

উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল খায়ের ঢাকাটাইমসকে বলেন, বিভিন্ন দেশের ৩৯ ব্যক্তি গাড়িতে চড়ে রোহিঙ্গা শরণার্থী শিবিরে যাচ্ছিল। উখিয়া-টেকনাফ সড়কে পুলিশের নিরাপত্তা চৌকিতে তাদের বহনকারী গাড়িকে থামানো হয়। তাদের কাছে পুলিশ বাংলাদেশে কাজ করার অনুমতিপত্র দেখতে চাইলে তারা সেটি দেখাতে না পারায় থানায় নিয়ে আসা হয়। পরে অঙ্গীকারনামা নিয়ে বিকালে তাদের ছেড়ে দেয়া হয়।

এর আগে ফেব্রুয়ারি মাসেও রোহিঙ্গা ক্যাম্পে প্রবেশের চেষ্টাকালে ১১ জন বিদেশিকে আটক করা হয়েছিল। পরে তাদেরকে ওয়ার্ক পারমিট নেয়ার মুচলেকা নিয়ে ছেড়ে দেয়া হয়।

ঢাকাটাইমস/১১মার্চ/প্রতিনিধি/ডিএম

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :