ফিট হয়েই বিশ্বকাপে ফিরতে চান ওয়ার্নার

ক্রীড়া প্রতিবেদক, ঢাকাটাইমস
| আপডেট : ২২ জুলাই ২০১৮, ১৫:৩৯ | প্রকাশিত : ২২ জুলাই ২০১৮, ১৫:৩৬

কেপটাউন টেস্টের বল বিকৃতির ঘটনায় এক বছরের জন্য সব ধরনের ক্রিকেট থেকে নিষিদ্ধ হয়েছিলেন অস্ট্রেলিয়ার সহ-অধিনায়ক ডেভিড ওয়ার্নার। শাস্তির প্রায় চার মাস শেষ। জাতীয় দলে ফেরাটা আর বেশি দূরে নয়। ২০১৯ বিশ্বকাপের আগেই শেষ হবে তার নিষেজ্ঞা। আর বিশ্বকাপেই ফিট হয়ে ফিরতে চান এই অজি ক্রিকেটার।

নিজেকে অস্ট্রেলিয়ান টিমের একজন গুরুত্বপূর্ণ সদস্য মেনে কয়েকদিন আগে ওয়ার্নার জানান,‘গত এক বছরে অস্ট্রেলিয়ার হয়ে সব ম্যাচে আমি খেলেছি। সবাই বিশ্রামে গেলেও আমি যাইনি। যার জন্য আমি অস্ট্রেলিয়া দলে একজন গুরুত্বপূর্ণ সদস্য।’

আর নিজেকে গুরুত্বপূর্ণ সদস্য ভেবেই দেশের হয়ে বিশ্বকাপ খেলার স্বপ্ন দেখেন ওয়ার্নার। যার কারণে নিজেকে ফিট রাখার চেষ্টা সবসময় চালিয়ে যাচ্ছেন। এই বিষয়ে এই অজি তারকা বলেন,‘আমি শাস্তি পাওয়ার পরও অনেক জায়গায় ক্রিকেট চালিয়ে গিয়েছি। যতটা সম্ভব নিজেকে ফিট ও ফর্মে রাখার ট্রাই করছি। যার কারণে নিষেজ্ঞা কাটিয়ে ফিরলে আমার ফিটনেস নিয়ে কোন সমস্যা হবে বলে আমি মনে করি না।’

বিশ্বকাপ খেলার আগে আইপিএলে খেলার সুযোগ পাবেন ওয়ার্নার। আর বিশ্বকাপের জন্য নিজেকে তৈরি করতে আইপিএলেই চোখ রাখছেন এই ক্রিকেটার। তিনি জানান,‘বিশ্বকাপের আগে এমনিতেই বেশ কয়েকটা ওয়ার্ম আপ ম্যাচ থাকে। তার পাশাপাশি বিশ্বকাপের আগে আইপিএলে খেলেও নিজেকে প্রস্তুত করতে চাই।’

(ঢাকাটাইমস/২২জুলাই/এইচএ)

সংবাদটি শেয়ার করুন

খেলাধুলা বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

খেলাধুলা এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :