গাইবান্ধায় গুলিতে ‘মাদক কারবারি’ নিহত

গাইবান্ধা প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ০৭ আগস্ট ২০১৮, ০৯:৫৪
ফাইল ছবি

গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার বামনডাঙ্গায় র‌্যাবের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে আব্দুস সালাম নামে এক ব্যক্তি নিহত হয়েছেন, যিনি মাদক কারবারি বলে দাবি করছে আইনশৃঙ্খলা বাহিনীটি। এ সময় পিস্তল, গুলি ও বিপুল মাদক জব্দ করা হয়েছে।

র‌্যাব-১৩ এর মিডিয়া অফিসার খন্দকার গোলাম মোর্তুজা জানান, মাদকের বড় একটি চালান আসছে এমন খবর পেয়ে সোমবার গভীর রাতে র‌্যাব সদস্যরা বামনডাঙ্গার জামাল গ্রামের শীর্ষ মাদক কারবারি আব্দুস সালামের বাড়িতে অভিযান চালায়।

র‌্যাবের উপস্থিতি টের পেয়ে মাদক কারবারিরা গুলি চালায়। র‌্যাবও পাল্টা গুলি চালালে আব্দুস সালাম আহত হয়। বাকিরা পালিয়ে যায়।

আহত অবস্থায় আব্দুস সালামকে সুন্দরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বন্দুকযুদ্ধের পর ঘটনাস্থল থেকে একটি বিদেশি পিস্তল, গুলি ও বিপুল মাদক জব্দ করা হয়েছে বলে র‌্যাবের ওই কর্মকর্তা জানান।

ঢাকাটাইমস/৭আগস্ট/প্রতিনিধি/এমআর

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :