শাস্ত্রীর পরিবর্তে দ্রাবিড়কে কোচ করার দাবি

ক্রীড়া ডেস্ক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১৪ আগস্ট ২০১৮, ১৭:৪৩

রবি শাস্ত্রীর পরিবর্তে রাহুল দ্রাবিড়কে কোচ হিসেবে চাইছেন টিম ইন্ডিয়ার ভক্তরা। ইংল্যান্ডে প্রথম দুই টেস্টে হারার পর রবি শাস্ত্রীর তুমুল সমালোচনা চলছে ভারতে।

টুইটারে ভারতীয় এক সমর্থক বলেছেন,‘ দলকে সাফল্য পেতে গেলে এই বদলগুলি করা দরকার। প্রথমেই রবি শাস্ত্রীকে সরিয়ে রাহুল দ্রাবিড়কে কোচ করা হোক। শুধুমাত্র ফিটনেস দিয়েই ম্যাচ জেতা যায় না। আরও বেশি প্রস্তুতি ম্যাচ কিংবা কাউন্টি খেলা দরকার ছিল। তাছাড়া ধাওয়ান, বিজয়, রাহানের ক্যারিয়ার শেষ। পান্থ আইয়ার, নায়াররা ভবিষ্যৎ। ওদের সুযোগ দেওয়া হোক।’

‌ ভারতীয় ক্রিকেট বোর্ডের উদ্দেশ্যে একজন বলেন,‘ সিরিজের বাকি ম্যাচগুলোর জন্য রাহুল দ্রাবিড়কে ব্যাটিং কোচ করে দেওয়া হোক।’‌

আর এক ভক্তের কথায়, ‘রাহুল দ্রাবিড়কে কোচ করা হোক। রবি শাস্ত্রী সমস্যার সমাধান করতে পারবে না।’‌অপর এক ভক্ত বলেছেন,‘ ‘স্মার্ট শাস্ত্রীর চেয়ে রাহুল দ্রাবিড়ের মতো কোচই আমাদের দরকার।’‌

আর এক ভক্ত বলেছেন,‘শাস্ত্রী বড় বিপর্যয় ডেকে এনেছেন। দ্রুত ওঁকে সরানো হোক। রাহুল দ্রাবিড়কে কোচ করা হোক। তরুণরা তাহলে খোলা মনে খেলতে পারবে।’

‌ টুইটারে আর একজন বলেন, ‘‌বোর্ডের উচিত রবি শাস্ত্রী ও ভরত অরুণকে সরিয়ে দেওয়া। নিয়ে আসা হোক রাহুল দ্রাবিড় ও জাহির খানকে।’‌ অপর একজন বলেন, ‘ভারতীয় ক্রিকেটের ভাল ভবিষ্যতের জন্য শাস্ত্রীকে সরানো উচিত। বিদেশে খেলার জন্য কোনও রণনীতিই নেই। রাহুল দ্রাবিড়কে হেড কোচ করা হোক।’‌

(ঢাকাটাইমস/১৪আগস্ট/ডিএইচ)

সংবাদটি শেয়ার করুন

খেলাধুলা বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :