অভিষেকে বিলালের ছয় উইকেট, চালকের আসনে পাকিস্তান

ক্রীড়া ডেস্ক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ০৯ অক্টোবর ২০১৮, ২০:৩৩

অভিষেকেই ভেলকি দেখালেন পাকিস্তানের অফস্পিনার বিলাল আসিফ। অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম ইনিংসে ৩৬ রান দিয়ে ছয়টি উইকেট শিকার করলেন তিনি। বিলাল আসিফের এই ঘূর্ণি জাদুতে ম্যাচের তৃতীয় দিন শেষে ভালো অবস্থানে রয়েছে পাকিস্তান। মঙ্গলবার দিন শেষে ৩২৫ রানের লিডে রয়েছে সরফরাজ আহমেদের দল।

মঙ্গলবার পাকিস্তান নিজেদের দ্বিতীয় ইনিংসের ব্যাট করতে নেমে তিন উইকেটে ৩৫ রান সংগ্রহ করে দিনের খেলা শেষ করে। এর আগে অস্ট্রেলিয়া তাদের প্রথম ইনিংসে ২০২ রানে অলআউট হয়। প্রথম ইনিংসে পাকিস্তান করেছিল ৪৮২ রান। সুতরাং, প্রথম ইনিংস শেষে ২৮০ রানের লিডে থাকে পাকিস্তান।

দুবাইয়ে গত রবিবার শুরু হয়েছে পাকিস্তান ও অস্ট্রেলিয়ার মধ্যকার দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথম ম্যাচ। ম্যাচের প্রথম দিন টস জিতে ব্যাট করতে নামে পাকিস্তান। তিন উইকেটে ২৫৫ রান সংগ্রহ করে প্রথম দিন শেষ করে তারা।

সোমবার আবার ব্যাট করতে নামে পাকিস্তান। এদিন আন্তর্জাতিক ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি করেন হারিস সোহেল। ১১০ রান করে আউট হন তিনি। হাফ সেঞ্চুরি করেন আসাদ শফিক। ৮০ রান করেন তিনি। ম্যাচরে প্রথম দিন সেঞ্চুরি করেছিলেন মোহাম্মদ হাফিজ। ওপেনিংয়ে নেমে ১২৬ রান করে সাজঘরে ফিরেছিলেন তিনি। টেস্টে এটি তার দশম সেঞ্চুরি। অপর ওপেনার ইমাম-উল-হক ৭৬ রান করেন।

সংক্ষিপ্ত স্কোর

পাকিস্তান প্রথম ইনিংস: ৪৮২ (১৬৪.২ ওভার)

(ইমাম-উল-হক ৭৬, মোহাম্মদ হাফিজ ১২৬, আজহার আলী ১৮, হারিস সোহেল ১১০, মোহাম্মদ আব্বাস ১, আসাদ শফিক ৮০, বাবর আজম ৪, সরফরাজ আহমেদ ১৫, বিলাল আসিফ ১২, ওয়াহাব রিয়াজ ৭*, ইয়াসির শাহ ৩; মিচেল স্টার্ক ১/৯০, পিটার সিডল ৩/৫৮, নাথান লায়ন ২/১১৪, জন হল্যান্ড ১/১২৬, মার্নাস লাবুসচেঞ্জ ১/২৯, মিচেল মার্শ ০/৩৮)।

অস্ট্রেলিয়া প্রথম ইনিংস: ২০২ (৮৩.৩ ওভার)

(উসমান খাজা ৮৫, অ্যারোন ফিঞ্চ ৬২, শন মার্শ ৭, মিচেল মার্শ ১২, ট্রাভিস হেড ০, মার্নাস লাবুসচেঞ্জ ০, টিম পেইনে ৭, মিচেল স্টার্ক ০, পিটার সিডল ১০, নাথান লায়ন ৬, জন হল্যান্ড ০*; মোহাম্মদ আব্বাস ৪/২৯, ওয়াহাব রিয়াজ ০/৩৯, ইয়াসির শাহ ০/৮০, মোহাম্মদ হাফিজ ০/২, বিলাল আসিফ ৬/৩৬, আজহার আলী ০/৩)।

পাকিস্তান দ্বিতীয় ইনিংস: ৪৫/৩* (১৬.২ ওভার)

(ইমাম-উল-হক ২৩*, মোহাম্মদ হাফিজ ১৭, বিলাল আসিফ ০, আজহার আলী ৪; মিচেল স্টার্ক ০/৯, নাথান লায়ন ১/২৩, পিটার সিডল ০/৩, জন হল্যান্ড ২/৯)।

(ঢাকাটাইমস/৯ অক্টোবর/এসইউএল)

সংবাদটি শেয়ার করুন

খেলাধুলা বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

খেলাধুলা এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :