ব্রাহ্মণবাড়িয়ায় ২৪৮ বস্তা সরকারি চালসহ আটক ২

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি, ঢাকাটাইমস
| আপডেট : ১২ অক্টোবর ২০১৮, ২২:৩১ | প্রকাশিত : ১২ অক্টোবর ২০১৮, ২২:১৫
ফাইল ছবি

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলায় ২৪৮ বস্তা সরকারি চালসহ দুইজনকে আটক করেছে জাতীয় নিরাপত্তা গোয়েন্দার (এনএসআই) সদস্যরা।

শুক্রবার দুপুরে ঢাকা-সিলেট মহাসড়কের ইসলামপুর পুলিশ ফাঁড়ির সামনে থেকে তাদের আটক করা হয়।

আটকৃতরা হলেন- নোয়াখালীর সেনবাগ উপজেলার আহম্মদপুর গ্রামের রুহুল আমিনের ছেলে আব্দুর রহিম (৪০) ও ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার চম্পকনগর গ্রামের নান্নু মিয়ার ছেলে জামাল মিয়া (৫০)। তাদের থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে।

এনএসআই সদস্যরা জানান, দুপুরে সংবাদ পেয়ে ইসলামপুর পুলিশ ফাঁড়ির সামনে থেকে চালভর্তি একটি ট্রাক জব্দ করা হয়। চালগুলো খোলাবাজারে বিক্রির (ওএমএস) জন্য বরাদ্দকৃত সরকারি চাল। চালগুলো বিজয়নগরের চম্পকনগর থেকে শ্রীমঙ্গলে নিয়ে যাওয়া হচ্ছিল।

বিজয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নবীর হোসেন চাল আটকের সত্যতা নিশ্চিত করে বলেন, যাচাই-বাছাই শেষে এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হবে।

ঢাকাটাইমস/১২অক্টোবর/প্রতিনিধি/ইএস

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :