মানবাধিকারকর্মীর অমানবিকতা

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
| আপডেট : ৩১ অক্টোবর ২০১৮, ২২:৩২ | প্রকাশিত : ৩১ অক্টোবর ২০১৮, ২০:৫৪

রাজধানীর খিলগাঁওয়ে ১৪ বছরের এক গৃহকর্মীকে শারীরিকভাবে নির্যাতনের অভিযোগ উঠেছে এক মানবাধিকারকর্মীর বিরুদ্ধে।

১৪ বছর বয়সী নির্যাতিতা শিশুটির নাম হাওয়া আক্তার। বুধবার দুপুরে তাকে উদ্ধার করা হয়েছে। তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ২১৬ নম্বর চিকিৎসাধীন রয়েছে। হাওয়া আক্তার কিশোরগঞ্জ জেলার তাড়াইল থানার নগরচর গ্রামের সুনু মিয়ার মেয়ে।

এ ঘটনায় আটককৃত শরিফ চৌধুরী নিজেকে একজন মানবাধিকারকর্মী বলে জানিয়েছে পুলিশ।

উপপরিদর্শক (এসআই) শাখাওয়াত বলেন, নির্যাতনের খবর পেয়ে মেয়েটিকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। মেয়েটির অবস্থা গুরুতর। মেয়েটির দুই পায়ে প্রচণ্ড ব্যথা রয়েছে। পায়ের পাতা ফোলা।

মেয়েটির পুরো পিঠে অসংখ্য আঘাতের চিহ্ন রয়েছে। এ ঘটনায় গৃহকর্তা শরিফ চৌধুরী ও তাঁর স্ত্রী নাইমাকে আটক করা হয়েছে। শরিফ চৌধুরী নিজেকে মানবাধিকারকর্মী হিসেবে পরিচয় দিয়েছেন।

খিলগাঁও থানার উপপরিদর্শক (এসআই) শাখাওয়াত জানান, চার মাস আগে কিশোরগঞ্জ থেকে আসা মেয়েটি তার মামাতো বোন শাহনাজের মাধ্যমে দক্ষিণ বনশ্রী ১১ নম্বর সড়কের ৪৩ নম্বর বাড়ির ছয়তলায় শরিফ চৌধুরীর কাজ শুরু করে।

পুলিশ জানায়, কাজ না পারাসহ বিভিন্ন অজুহাতে মেয়েটিকে লোহার খুনতি দিয়ে পেটানো ও ছেঁকা দিয়ে নির্যাতন করতেন শরিফ চৌধুরী ও তাঁর স্ত্রী নাইমা। খিলগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মশিউর রহমান ঢাকাটাইমসকে বলেন, এ ঘটনায় নির্যাতিত গৃহকর্মীর পরিবারের লোকজন আসলে মামলা করা হবে। আর অভিযুক্ত শরিফ চৌধুরী নিজেকে একটি মানবাধিকার সংস্থার কর্মী হিসেবে পরিচয় দিয়েছেন। তবে সেটি এখন বন্ধ থাকায় তিনি এখন ব্যবসা করেন।

ঢাকাটাইমস/৩১অক্টোবর/এএ/ডব্লিউবি

সংবাদটি শেয়ার করুন

রাজধানী বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

রাজধানী এর সর্বশেষ

পুরান ঢাকায় বাবার সঙ্গে অভিমান করে স্কুল শিক্ষার্থীর আত্মহত্যা

প্রীতি উরাংয়ের মৃত্যু: বিচার চায় সচেতন নাগরিক সমাজ

তীব্র তাপপ্রবাহে জনসাধারণের মাঝে পানি, খাবার স্যালাইন বিতরণ বিএনপির

মৃত্যুর মুখ থেকে ফিরেও নেতাকর্মীরা আবার ঘুরে দাঁড়িয়েছে: সালাম

ঢাকা মেডিকেলে এক কারাবন্দিকে মৃত ঘোষণা

ভাষানটেকে অগ্নিকাণ্ডে মৃতের সংখ্যা বেড়ে ৫, বাকি একজনও আশঙ্কাজনক

মুগদা-মান্ডা সড়কে অভিযান: ব্যক্তিগত সম্পত্তি ভাঙচুর ও মারধরের অভিযোগ  

মোহাম্মদপুরে তিতাসের এমডির বাসার সামনে ককটেল বিস্ফোরণ

রাজধানীতে থাকবে না ফিটনেসবিহীন বাস, জুন থেকে মাঠে নামছে বিআরটিএ

আজ ৩ ঘণ্টা গ্যাস থাকবে না রাজধানীর বেশ কিছু এলাকায়

এই বিভাগের সব খবর

শিরোনাম :