ছাদ থেকে পড়ে ডিবি কর্মকর্তার গৃহকর্মীর মৃত্যু: প্রতিবেদনে আদালতকে যা জানাল পুলিশ

লিটন মাহমুদ, ঢাকা টাইমস
| আপডেট : ১৯ এপ্রিল ২০২৪, ২১:০৪ | প্রকাশিত : ১৯ এপ্রিল ২০২৪, ২০:৪৫

রাজধানীতে গোয়েন্দা পুলিশের কর্মকর্তার বাসার ছাদ থেকে পড়ে গৃহকর্মীর মৃত্যুর ঘটনায় তদন্ত প্রতিবেদন আদালতে জমা দেওয়া হয়েছে। এতে বলা হয়েছে, ঘটনাটি আত্মহত্যাজনিত। মালিবাগের ১৭৭/১৭৮/১৭৯ (মাধবীলতা) নম্বর ভবনের ছাদ থেকে লাফিয়ে পড়েই মূলত আনোয়ারা (৪০) নামে ওই গৃহকর্মীর মৃত্যু হয়।

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগের (ডিবি) সহকারী পুলিশ কমিশনার তরিকুল ইসলামের বাসার ছাদ থেকে পড়ে গত ১৯ ফেব্রুয়ারি আনোয়ারার মৃত্যু হয়।

ঘটনার দিন রাতে আনোয়ারার বোন শাহানা বাদী হয়ে শাহজানপুর থানায় একটি অপমৃত্যুর মামলা করেন। তদন্ত শেষে সম্প্রতি আদালতে মামলার প্রতিবেদন দাখিল করা হয়েছে বলে ঢাকা টাইমসকে জানিয়েছেন শাহজাহানপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুজিত কুমার সাহা ও মামলার তদন্ত কর্মকর্তা (আইও) উপপরিদর্শক (এসআই) কাওসার আহমেদ খান।

কাওসার আহমেদ ঢাকা টাইমসকে বলেন, ‘কিছুদিন আগে মামলার প্রতিবেদন কোর্টে জমা দিয়েছি। সেখানে উল্লেখ করা হয়েছে, মূলত আনোয়ারা ১৬-১৭ মাস ধরে সেখানে কাজ করছিলেন। ওই বাসা ও আশেপাশের ফ্লাটগুলোর সিসি ফুটেজ পর্যালোচনা করে দেখা গেছে, ওই নারী ছাদ থেকে লাফিয়ে আত্মহত্যা করেন।’

এর আগে গত ১৯ ফেব্রুয়ারি বেলা ১১টার দিকে এ ঘটনা ঘটে। ঘটনার পর ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মৃত আয়োয়ারার গ্রামের বাড়ি ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলায়। বেশ আগেই স্বামী রেজার সঙ্গে তার বিয়েবিচ্ছেদ হয়েছে।

(ঢাকাটাইমস/১৯এপ্রিল/এলএম/কেএম)

সংবাদটি শেয়ার করুন

বিশেষ প্রতিবেদন বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন এর সর্বশেষ

বেড়ার মেয়র আসিফ ওয়ারেন্টভুক্ত আসামি, দেশ ছাড়লেন কীভাবে? কৌতূহল সর্বত্র

শিক্ষকদের পেনশনের টেনসনে স্থবির উচ্চশিক্ষা

কেরাণীগঞ্জে দেড় কোটি টাকার নিষিদ্ধ ব্রাহমা গরুর সন্ধান

বেসরকারি বিশ্ববিদ্যালয়ে পিএইচডি চালুর উদ্যোগ কতটা গ্রহণযোগ্য? কী বলছেন বিশেষজ্ঞরা

সর্বজনীন পেনশনে অনীহা কেন, যা বলছেন বিশ্ববিদ্যালয় শিক্ষকনেতারা

সাদিক অ্যাগ্রোর সবই ছিল চটক

ঢাকা মহানগর বিএনপি ও যুবদলের কমিটি দিতে ধীরগতি যে কারণে

রাসেলস ভাইপার আতঙ্ক: উপজেলা হাসপাতালগুলোতে নেই চিকিৎসা সক্ষমতা

মাগুরায় বাড়ি-জমি উত্তম কুমারের: কোথাও খোঁজ নেই তার, দুদকের অনুসন্ধান সম্পন্ন

কোথায় পালিয়েছে ইউপি চেয়ারম্যান ও মেম্বার, জানে না পুলিশ, স্থায়ী বরখাস্ত হলেই ডুমাইনে ভোট

এই বিভাগের সব খবর

শিরোনাম :