ছাদ থেকে পড়ে ডিবি কর্মকর্তার গৃহকর্মীর মৃত্যু: প্রতিবেদনে আদালতকে যা জানাল পুলিশ

লিটন মাহমুদ, ঢাকা টাইমস
| আপডেট : ১৯ এপ্রিল ২০২৪, ২১:০৪ | প্রকাশিত : ১৯ এপ্রিল ২০২৪, ২০:৪৫

রাজধানীতে গোয়েন্দা পুলিশের কর্মকর্তার বাসার ছাদ থেকে পড়ে গৃহকর্মীর মৃত্যুর ঘটনায় তদন্ত প্রতিবেদন আদালতে জমা দেওয়া হয়েছে। এতে বলা হয়েছে, ঘটনাটি আত্মহত্যাজনিত। মালিবাগের ১৭৭/১৭৮/১৭৯ (মাধবীলতা) নম্বর ভবনের ছাদ থেকে লাফিয়ে পড়েই মূলত আনোয়ারা (৪০) নামে ওই গৃহকর্মীর মৃত্যু হয়।

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগের (ডিবি) সহকারী পুলিশ কমিশনার তরিকুল ইসলামের বাসার ছাদ থেকে পড়ে গত ১৯ ফেব্রুয়ারি আনোয়ারার মৃত্যু হয়।

ঘটনার দিন রাতে আনোয়ারার বোন শাহানা বাদী হয়ে শাহজানপুর থানায় একটি অপমৃত্যুর মামলা করেন। তদন্ত শেষে সম্প্রতি আদালতে মামলার প্রতিবেদন দাখিল করা হয়েছে বলে ঢাকা টাইমসকে জানিয়েছেন শাহজাহানপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুজিত কুমার সাহা ও মামলার তদন্ত কর্মকর্তা (আইও) উপপরিদর্শক (এসআই) কাওসার আহমেদ খান।

কাওসার আহমেদ ঢাকা টাইমসকে বলেন, ‘কিছুদিন আগে মামলার প্রতিবেদন কোর্টে জমা দিয়েছি। সেখানে উল্লেখ করা হয়েছে, মূলত আনোয়ারা ১৬-১৭ মাস ধরে সেখানে কাজ করছিলেন। ওই বাসা ও আশেপাশের ফ্লাটগুলোর সিসি ফুটেজ পর্যালোচনা করে দেখা গেছে, ওই নারী ছাদ থেকে লাফিয়ে আত্মহত্যা করেন।’

এর আগে গত ১৯ ফেব্রুয়ারি বেলা ১১টার দিকে এ ঘটনা ঘটে। ঘটনার পর ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মৃত আয়োয়ারার গ্রামের বাড়ি ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলায়। বেশ আগেই স্বামী রেজার সঙ্গে তার বিয়েবিচ্ছেদ হয়েছে।

(ঢাকাটাইমস/১৯এপ্রিল/এলএম/কেএম)

সংবাদটি শেয়ার করুন

বিশেষ প্রতিবেদন বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন এর সর্বশেষ

প্রতিমন্ত্রীর শ্যালকের অপহরণকাণ্ড: ১৬ দিনেও গ্রেপ্তার হননি আলোচিত লুৎফুল হাবীব

মে দিবস বোঝে না শ্রমিকরা, জানে ‘একদিন কাজ না করলে না খেয়ে থাকতে হবে’

গামছা বিক্রেতা থেকে হাজার কোটি টাকার মালিক, মনে আছে সেই গোল্ডেন মনিরকে?

সোনার ধানের মায়ায় হাওরে নারী শ্রমে কৃষকের স্বস্তি

উপজেলা নির্বাচন নিয়ে কঠোর বার্তা দেবে আ. লীগ 

গরমে অতিষ্ঠ জনজীবন: চাহিদা বেড়েছে তরমুজের, ক্রেতা কম ডাবের

গাছ কাটার অপরাধে মামলা নেই 

কথায় কথায় মানুষ পেটানো এডিসি হারুন কোথায়? থানায় ছাত্রলীগ নেতাদের মারধরের তদন্ত কোথায় আটকে গেল?

মজুত ফুরালেই বাড়তি দামে বিক্রি হবে সয়াবিন তেল

কোন দিকে মোড় নিচ্ছে ইরান-ইসরায়েল সংকট

এই বিভাগের সব খবর

শিরোনাম :