অপির স্বামীর চরিত্রে ঋত্বিক

বিনোদন প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১৭ নভেম্বর ২০১৮, ১২:৪০
অ- অ+

দীর্ঘ ১৫ বছর পর ভারত-বাংলাদেশ যৌথ প্রযোজনার একটি ছবিতে কাজের মধ্য দিয়ে চলচ্চিত্রে ফিরেছেন জনপ্রিয় অভিনেত্রী অপি করিম। নাম ‘ডেব্রি অব ডিজায়ার’। বাংলা নাম ‘মায়ার জঞ্জাল’। এই ছবির শুটিংয়ে বর্তমানে কলকাতায় রয়েছেন অভিনেত্রী। যৌথভাবে এটি পরিচালনা করছেন কলকাতার ইন্দ্রনীল রায় চৌধুরী এবং বাংলাদেশের জসীম আহমেদ। এটি নির্মিত হচ্ছে কথাসাহিত্যিক মানিক বন্দ্যোপাধ্যায়ের দুই ছোটগল্প ‘বিষাক্ত প্রেম’ ও ‘সুবালা’ অবলম্বনে।

ছবিতে অপি করিম অভিনয় করছেন সোমা চরিত্রে। তিনি বিবাহিতা। তার স্বামীর চরিত্রে কলকাতার একজন জনপ্রিয় অভিনেতাকে দেখা যাবে বলে কয়েকদিন আগে বিভিন্ন মিডিয়ার খবরে বলা হয়েছিল। কিন্তু সেই অভিনেতার নাম সে সময় প্রকাশ করেননি প্রযোজক বা পরিচালকরা। তারা জানিয়েছিলেন, খুব শিগগির নায়কসহ অন্যান্য অভিনয়শিল্পীর নাম প্রকাশ করা হবে।

কথা রেখেছেন পরিচালক-প্রযোজকরা। সম্প্রতি তারা জানিয়েছেন, ‘ডেব্রি অব ডিজায়ার’-এ অপি করিমের স্বামীর চরিত্রে দেখা যাবে কলকাতার ঋত্বিক চক্রবর্তীকে। গল্প ও সাহিত্যনির্ভর ছবির নায়ক হিসেবে এই অভিনেতার বেশ নাম রয়েছে। এই ছবিতে তার চরিত্রটির নাম চাঁদু। যিনি বেকার। কোনো আয় রোজগার করেন না। যার কারণে একমাত্র সন্তানকে ইংলিশ মিডিয়াম স্কুলে পড়াতে রোজগারে নামতে হয় তার স্ত্রী সোমাকে।

‘ডেব্রি অব ডিজায়ার’ ছবির শুটিং এখন চলছে কলকাতায়। এরপর ঢাকায় কিছু অংশের শুটিং হবে বলে পরিচালক ও প্রযোজক কর্তৃপক্ষ থেকে জানানো হয়েছে। এই ছবির মাধ্যমে প্রথমবার কলকাতার কোনো নায়কের বিপরীতে অভিনয় করছেন বাংলাদেশের অপি করিম। এটি তার ক্যারিয়ারের দ্বিতীয় ছবি। এর আগে ২০০৪ সালে মোস্তফা সরয়ার ফারুকী পরিচালিত ‘ব্যাচেলর’ ছবিতে প্রথম দেখা গিয়েছিল তাকে।

ঢাকা টাইমস/১৩ নভেম্বর/এএইচ

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
কান চলচ্চিত্র উৎসবে বাংলাদেশের প্রতিনিধি বর্ষা
শরীয়তপুরে প্রধান শিক্ষকের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগে শিক্ষার্থীদের মানববন্ধন
ইউনিয়ন ব্যাংকের নবগঠিত নিরীক্ষা কমিটির ১০ম সভা অনুষ্ঠিত
পঞ্চগড়ে দুই মাথাবিশিষ্ট শিশুর জন্ম
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা