নির্বাচনে সাংবাদিকদের সহায়তা চাইলেন এইচ টি ইমাম

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
 | প্রকাশিত : ১১ ডিসেম্বর ২০১৮, ১০:২৫

বিভ্রান্তিমূলক কোনো তথ্য বা সংবাদ ছড়িয়ে কোনো ব্যক্তি বা গোষ্ঠী যাতে নির্বাচনের পরিবেশকে কলুষিত করতে না পারে সেদিকে সাংবাদিকদের সতর্ক দৃষ্টি রাখার অনুরোধ জানিয়েছেন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ও দলীয় নির্বাচন পরিচালনা কমিটির কো-চেয়ারম্যান এইচ টি ইমাম।

সোমবার রাতে রাজধানীর একটি হোটেলে নির্বাচন কমিশন বিটের সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।

সাংবাদিকদের উদ্দেশ্যে এইচ টি ইমাম বলেন, “নির্বাচনের দিন কিংবা তার আগে ও পরে আপনাদের ওপর বিশাল দায়িত্ব থাকবে। আপনারা যাতে সে দায়িত্ব সুষ্ঠুভাবে পালন করতে পারেন সেদিকে আমাদের লক্ষ্য থাকবে।”

নির্বাচন পর্যবেক্ষণের নামে দেশী বা বিদেশী ব্যক্তি বা সংস্থা যেন নির্বাচনে কোনোভাবে প্রভাব বিস্তার করতে না পারে সেদিকেও নজর রাখার আহ্বান জানান তিনি।

‘আপনারা লক্ষ্য রাখবেন তারা যেন নির্বাচনে কোনোরুপ প্রভাব বিস্তার করতে না পারে, দুঃখজনক হলেও সত্য এই ধরণের অপতৎপরতা আমরা অতীতে লক্ষ্য করেছি।’

এসময় সুষ্ঠু নির্বাচনের জন্য সকল দল ও গণমাধ্যমের পূর্ণ সহযোগিতা চেয়েছেন তিনি।

তরুণ ভোটারদের আকৃষ্ট করতে আওয়ামী লীগের ইশতেহারে বিশেষ অগ্রাধিকার থাকবে বলেও জানান এইচ টি ইমাম।

মতবিনিম সভায় আওয়ামী নেতা এবিএম রিয়াজুল কবির কাওসার, বাংলাদেশ নির্বাচন কমিশন (ইসি) বিটে কর্মরত সাংবাদিকদের সংগঠন রিপোটার্স ফোরাম ফর ইলেকশন অ্যান্ড ডেমোক্রেসির (আরএফইডি) সভাপতি ও চ্যানেল আইয়ের বিশেষ সংবাদদাতা সোমা ইসলাম, সাধারণ সম্পাদক ও বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের জ্যেষ্ঠ প্রতিবেদক মইনুল হক চৌধুরীসহ বিভিন্ন সংবাদপত্র, অনলাইন, টেলিভিশন ও রেডিওর সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

(ঢাকা টাইমস/১১নভেম্বর/জেআর/ওআর)

সংবাদটি শেয়ার করুন

রাজনীতি বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

রাজনীতি এর সর্বশেষ

কেরানীগঞ্জে আ.লীগের নির্বাচনি প্রচারে যুবদলের নেতারা!

বিএনপির আরও তিন নেতা বহিষ্কার

জেল-জুলুমের ভয় দেখিয়ে গণতান্ত্রিক আন্দোলন দমানো যাবে না: সালাম

রাজধানীতে যুবদলের প্রতিবাদ সমাবেশ ১১ মে

৭৫ থেকে ২০০৬ সাল পর্যন্ত গণতন্ত্রকে ধ্বংস করেছে বিএনপি: ওবায়দুল কাদের

আ.লীগ জনগণকে কবরস্থ ক‌রে ক্ষমতা দখলে রাখতে চায়: রিজভী

বাংলাদেশ ও ভারত ভবিষ্যৎ বিশ্বে নানা ক্ষেত্রে নেতৃত্ব দেবে: ড. সেলিম মাহমুদ

রাজনৈতিক দলগুলো কথা বন্ধ রাখলে গণতন্ত্র পিছিয়ে পড়বে: স্থানীয় সরকারমন্ত্রী

স্বাধীন ফিলিস্তিনের দাবিতে শিক্ষাপ্রতিষ্ঠানে পতাকা ওড়ানোসহ ছাত্রলীগের একগুচ্ছ কর্মসূচি ঘোষণা

একদলীয় শাসনে বাংলাদেশে আজ মুক্ত গণমাধ্যম অনুপস্থিত: মঈন খান

এই বিভাগের সব খবর

শিরোনাম :