ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যানজট, দুর্ভোগে যাত্রীরা

মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ৩১ ডিসেম্বর ২০১৬, ১২:০৯

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে। দীর্ঘ এই যানজটে আটক পড়ে শত শত যানবাহনে হাজার হাজার যাত্রীকে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। শুক্রবার রাত তিনটার দিকে মহাসড়কের মির্জাপুর উপজেলার দুল্যা মুনসুর এলাকায় দুইটি ট্রাকের সংঘর্ষ হলে এই যানজটের সৃষ্টি হয় বলে জানায় পুলিশ।

শনিবার বেলা সোয়া ১১টায় এই প্রতিবেদন লেখার সময়ও মহাসড়কে দীর্ঘ যানজট ছিল।

পুলিশ ও যাত্রীরা জানায়, শুক্রবার রাত তিনটার দিকে উত্তরবঙ্গগামী একটি ট্রাক মহাসড়কের দুল্যা মুনসুর এলাকায় পৌঁছালে পেছন দিক থেকে অপর একটি সিমেন্ট ভর্তি ট্রাক ধাক্কা দেয়। এতে পেছনের ট্রাকটি ধুমড়েমুচড়ে যায়। এতে মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। খবর পেয়ে মির্জাপুর হাইওয়ে ও থানা পুলিশ এবং ফায়ার সার্ভিসের সদস্যরা রেকারের সাহায্যে দুই ঘন্টা চেষ্টা চালিয়ে দুর্ঘটনাকবলিত ট্রাকটি মহাসড়ক থেকে সরিয়ে নেয়।

এছাড়া পাটুরিয়া-দৌলদিয়া ফেরিঘাট ঘন কুয়াশার কারণে বন্ধ থাকায় দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের যানবাহন বঙ্গবন্ধু সেতু হয়ে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক দিয়ে চলাচল করায় এই যানজটের তীব্রতা বৃদ্ধি পায়। ফলে যানজট তীব্র আকার ধারণ করে। ভয়াবহ এই যানজটে আটকা পড়ে তীব্র শীতে হাজার হাজার যাত্রীকে চরম দুভোর্গে পড়তে হয়।

এ ব্যাপারে মির্জাপুরের গোড়াই হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. খলিলুর রহমান ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ওয়ান ওয়ে পদ্ধতিতে যানবাহন চলাচল করানো হচ্ছে। অল্প সময়ের মধ্যে মহাসড়কে যানচলাচল স্বাভাবিক হবে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

(ঢাকাটাইমস/৩১ডিসেম্বর/প্রতিনিধি/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

দিনাজপুরে ভোট গণনার পর সংঘর্ষ, পুলিশের গুলিতে ইউপি সদস্য প্রার্থীর সমর্থক নিহত

বহিষ্কৃত প্রার্থীর পক্ষে প্রচারে অংশ নিলে কঠোর ব্যবস্থা নেয়া হবে: সেলিম ভূইয়া

নোয়াখালীতে গরমে অসুস্থ এক শিক্ষক ও ১৪ শিক্ষার্থী

জয়পুরহাটে জামায়াত-শিবিরের ৬১ নেতাকর্মী কারাগারে

হিট স্ট্রোকে মাদারীপুরে ব্যবসায়ী ও কৃষকের মৃত্যু

সালথায় তীব্র গরমে অসুস্থ স্কুলের ১৩ শিক্ষক-শিক্ষার্থী 

আদালত চত্বর থেকে পালিয়ে যাওয়া আসামি ঢাকায় গ্রেপ্তার

শতকোটি ব্যয়ে রংপুরে হচ্ছে ৪৬০ বেডের ক্যানসার, কিডনি ও হৃদরোগ হাসপাতাল

তীব্র খরার পুড়ছে পাটক্ষেত, পাতালেও মিলছে না পানি! দিশেহারা কৃষক

চাঁদপুরে প্রচণ্ড গরমে অতিষ্ঠ জনজীবন

এই বিভাগের সব খবর

শিরোনাম :