দুই ফার্স্ট লেডি পেল গাম্বিয়া

আন্তর্জাতিক ডেস্ক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২২ জানুয়ারি ২০১৭, ১৫:৪৫

রাজনৈতিক সংকটের জেরে এক অভিনব ঘটনা ঘটেছে গাম্বিয়ায়। নতুন প্রেসিডেন্টের পালাবদলের সঙ্গে সঙ্গে দুইজন ফার্স্ট লেডি উপহার পেল গাম্বিয়া সরকার। দেশটির নবনির্বাচিত প্রেসিডেন্ট আদামা ব্যারোর স্ত্রী দুইজন।

যেহেতু প্রেসিডেন্টের সঙ্গে দুজনেরই সম্পর্ক রয়েছে এবং দুইজনকেই স্ত্রী হিসেবে স্বীকার করেন, সেজন্য দুজনকেই ফার্স্ট লেডির তকমা দেয়া হচ্ছে। অবশ্য রাজনৈতিক টালমাটাল প্রক্রিয়ায় আদামা ব্যারো এখনো গাম্বিয়াতে ঢুকতে পারেননি। তিনি রয়েছেন প্রতিবেশী দেশ সেনেগালে। সেখান থেকেই দুই স্ত্রীর ছবি দিয়ে টুইট করেছেন। শুক্রবার সেনেগালের রাজধানী ডাকার শহরের গাম্বিয়া দূতাবাসেই তিনি প্রেসিডেন্ট হিসেবে শপথ নেন।

ব্যারো জানান, ‘খুব শিঘ্রই দেশে ফিরে যাবো।’

সম্প্রতি ব্যারোর আট বছর বয়সী শিশুপুত্রের কুকুরের কামড়ে মৃত্যু হলেও তিনি শেষকৃত্যে অংশ নিতে দেশে ফিরে যেতে পারেননি।

গাম্বিয়ার একনায়ক শাসক ইয়াহিয়া জামেহ প্রবল আন্তর্জাতিক চাপের মুখে শেষ পর্যন্ত ক্ষমতা ছাড়তে রাজি হয়েছেন। শুক্রবার গাম্বিয়ায় গণতন্ত্র প্রতিষ্ঠা করতে সামরিক অভিযান চালায় সেনেগাল সরকার। তাদের সমর্থন করে জাতিসংঘ ও আফ্রিকান ইউনিয়ন। সেনেগালের সেনাবাহিনী অবস্থান করছে গাম্বিয়ার রাজধানীর বানজুলে। অন্যদিকে গাম্বিয়ার উপকূল এলাকায় নাইজেরিয়ার নৌবাহিনী মোতায়েন রয়েছ।

শুক্রবার প্রবল রাজনৈতিক টানাপোড়েন উত্তপ্ত ছিল গাম্বিয়া। নির্বাচনে হেরে গিয়েও কিছুতেই গদি ছাড়বেন না বলে হুঙ্কার দিয়েছিলেন একনায়ক ইয়হিয়া জামেহ। গত ২২ বছর তিনি দেশের ক্ষমতায় ছিলেন। ১৯৯৪ সালে এক অভ্যুত্থানের মাধ্যমে তিনি ক্ষমতায় এসেছিলেন। আন্তর্জাতিক চাপের মুখে দেশে প্রেসিডেন্ট নির্বাচন করাতে বাধ্য হন। জারি করেন জরুরি অবস্থা। নির্বাচনে হেরে গিয়েই ক্ষমতা ছাড়তে অস্বীকৃতি জানান ইয়াহিয়া জামেহ। অগত্যা প্রতিবেশী সেনেগাল সরকার গাম্বিয়ার রাজনীতিতে হস্তক্ষেপ করে।

এদিকে দেশটির সেনাবাহিনী অসন্তোষে ফুঁসছিল। তারাও নির্বাচনে বিজয়ী আদামা ব্যারোর নির্দেশে অস্ত্র নামিয়ে নেন।

(ঢাকাটাইমস/২২জানুয়ারি/জেএস)

সংবাদটি শেয়ার করুন

আন্তর্জাতিক বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :