জনবল নিচ্ছে হাউজ বিল্ডিং করপোরেশন

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ০১ ফেব্রুয়ারি ২০১৭, ১২:২৬
অ- অ+

বাংলাদেশ হাউজ বিল্ডিং করপোরেশন নতুন জনবল নিয়োগ দেবে। প্রতিষ্ঠানটির ‘সিনিয়র অফিসার’ পদে ৫০ জনকে নিয়োগ দেয়া হবে বলে সম্প্রতি এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। আগ্রহী প্রার্থীরা আগামী ১৮ ফেব্রুয়ারি পর্যন্ত আবেদন করতে পারবেন।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর বা চার বছরমেয়াদী স্নাতক পাস প্রার্থীরা আবেদন করতে পারবেন। শিক্ষাজীবনের যেকোনো দুটি পরীক্ষায় প্রথম বিভাগ বা সমমানের সিজিপিএ থাকতে হবে। কোনো ক্ষেত্রেই দ্বিতীয় বিভাগ বা সমমানের ফলাফল গ্রহণযোগ্য হবে না।

শর্ত হিসেবে বলা হয়েছে, প্রার্থীর বয়স ১ জানুয়ারি, ২০১৭ অনুযায়ী ৩০ বছর হতে হবে। এ ছাড়া মুক্তিযোদ্ধা ও প্রতিবন্ধী কোটাধারী প্রার্থীদের ক্ষেত্রে বয়স সর্বোচ্চ ৩২ বছর পর্যন্ত গ্রহণযোগ্য।

জাতীয় বেতন স্কেল-২০১৫ অনুযায়ী নিয়োগপ্রাপ্তদের বেতন দেয়া হবে প্রতি মাসে ২২ হাজার টাকা থেকে ৫৩ হাজার ৬০ টাকা পর্যন্ত।

আগ্রহী প্রার্থীদের আগামী ১৮ ফেব্রুয়ারি, ২০১৭ পর্যন্ত শুধু বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট (www.erecruitment.bb.org.bd) থেকে অনলাইন অ্যাপ্লিকেশন ফরম পূরণের মাধ্যমে আবেদন করতে হবে।

(ঢাকাটাইমস/০১ফেব্রুয়ারি/জেবি)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
মধুমতি নদীতে জেলেকে পিটিয়ে হত্যা, মামলার এজাহারনামীয় আসামি সানি গ্রেপ্তার
ভাঙ্গা সার্কেল অফিস ও ভাঙ্গা থানা পরিদর্শন করলেন ডিআইজি রেজাউল করিম মল্লিক
বাংলাদেশে জাপানের সহযোগিতা আরও বাড়াতে প্রধান উপদেষ্টার আহ্বান
চুয়াডাঙ্গায় বিদ্যুৎস্পৃষ্টে দুই ভাইয়ের মৃত্যু 
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা