রাজবাড়ীতে কিশোরী অপহৃত, অভিযুক্তের মা কারাগারে

রাজবাড়ী প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২৫ মার্চ ২০১৭, ১৯:০৯
অ- অ+

রাজবাড়ীতে কিশোরীকে অপহরণের অভিযোগে ছকিনা ওরফে রেভা বেগম নামে এক নারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার ছকিনা ওরফে রেভা বেগম জেলা সদরের বরাট ইউনিয়নের কাঁচরন্দ গ্রামের আসলাম সরদারের স্ত্রী।

শনিবার দুপুরে নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তবে অপহরণের মূল হোতা রবিন সরদার এখনো গ্রেপ্তার হয়নি।

রাজবাড়ী থানার এসআই সোলাইমান কাজী জানান, স্কুলে আসা-যাওয়ার পথে ওই মেয়েকে প্রেম নিবেদনসহ কুপ্রস্তাব দিয়ে আসছিল রবিন। এতে সে রাজি ছিল না। মঙ্গলবার তার স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার অনুষ্ঠান শেষে বেলা পৌনে পাঁচটার দিকে বাড়ি ফেরার পথে সে বরাট বাজার এলাকায় এলে রবিন ও তার মা ছকিনা এবং চাচাতো ভাই শুভ সরদারসহ অজ্ঞাত ২-৩ জন মাইক্রোবাসযোগে তাকে অপহরণ করে নিয়ে যায়।

এ ঘটনায় বুধবার অপহৃতের বাবা উল্লিখিতদের আসামি করে মামলা করলে ওই ছকিনাকে গ্রেপ্তার করা হয়। পরে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে।

(ঢাকাটাইমস/২৫মার্চ/প্রতিনিধি/এলএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
দলীয় প্রধানের প্রধানমন্ত্রী হওয়ার সুযোগ রাখা উচিত: সালাহউদ্দিন
বিআরটিএর অভিযান, বিআরটিসি বাসকে জরিমানা
ঢাকার নিম্ন আয়ের বসতি এলাকায় আনসার বাহিনীর টিডিপি মৌলিক প্রশিক্ষণ শুরু
প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানালেন ফারুক হোসেন
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা