এবার ৩০ লাখ শহীদকে স্যালুট সাকিবের

ক্রীড়া ডেস্ক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২৬ মার্চ ২০১৭, ১৯:২৩

গত বছর নভেম্বরে ইংল্যান্ডের বিপক্ষে ঢাকা টেস্টের শেষ দিনে বেন স্টোকসকে আউট করার পর সালুট দিয়েছিলেন সাকিব। সেই স্যালুট ছড়িয়ে পড়েছিল সবখানে। তুমুল আলোচিত ও জনপ্রিয় হয়েছিল সাকিবের সেই স্যালুট।

এবার সেই ভঙ্গিতেই স্বাধীনতা যুদ্ধে নিহত ৩০ লাখ শহীদদের প্রতি স্যালুট জানালেন বিশ্বসেরা এ অলরাউন্ডার। একদিন আগেই শ্রীলঙ্কাকে ৯০ রানে হারিয়েছে টাইগারারা। সেখানে ৭২ রানের অসাধারণ এক ইনিংস খেলেন সাকিব।

দল জিতেছে এবং ভালো করেছেন নিজেও। তাই খোশ মেজাজে রয়েছেন সাকিব। আজ বাংলাদেশের ৪৬তম স্বাধীনতা দিবস। নিজের ফেসবুকের ভেরিফাইড পেজে ৩০ লাখ শহীদের প্রতি স্যালুট জানিয়ে বস্তুত ইংল্যান্ডের বিপক্ষে ঢাকা টেস্টের সেই জনপ্রিয় ছবিটা পোস্ট করেছেন সাকিব। সামনে স্মৃতিসৌধের ছবি।

তার পাশেই সাকিব লিখেছেন,‘যে জার্সি আমরা এখন পরছি, যে পতাকা আমরা বয়ে বেড়াচ্ছি, যে দেশের জন্য আমরা খেলছি, এসব কিছুই হতো না যদি না ৩০ লক্ষ্য শহীদ ৪৬ বছর আগে তাদের জীবন না বিলিয়ে দিতেন। গভীর শ্রদ্ধায় স্মরণ করছি তাদের, যাদের জীবনের বিনিময়ে আমরা পেয়েছি স্বাধীন দেশ। সবাইকে স্বাধীনতা দিবসের শুভেচ্ছা।’

(ঢাকাটাইমস/২৬মার্চ/ডিএইচ)

সংবাদটি শেয়ার করুন

খেলাধুলা বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :