গোপালগঞ্জে কৃমিনাশক ওষুধে ২৫ শিক্ষার্থী অসুস্থ

গোপালগঞ্জ (আঞ্চলিক) প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ০২ এপ্রিল ২০১৭, ১৬:৫৩
অ- অ+

গোপালগঞ্জ সদর উপজেলার বৌলতলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে কৃমিনাশক ওষুধ খেয়ে ২৫ শিক্ষার্থী অসুস্থ হয়েছে। এদের মধ্যে ১৩ জনকে গোপালগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকিদের স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।

রবিবার সকাল সাড়ে ১০টার দিকে কৃমিনাশক ওষুধ সেবনের আধা ঘণ্টা পর শিক্ষার্থীদের মাথা ঘোরা, পেট ব্যথা, বমিভাবসহ নানা উপসর্গ দেখা দেয়। প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানের মাধ্যমে ৫-১৬ বছর বয়সী সব শিশু-কিশোরকে কৃমিনাশক ওষুধ খাওয়ানোর কর্মসূচির দ্বিতীয় দিনে এ ঘটনা ঘটে।

গোপালগঞ্জের সিভিল সার্জন ডা. চৌধুরী শফিকুর আলম ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ওই বিদ্যালয়ে ১৭৪ শিক্ষার্থীকে কৃমিনাশক ওষুধ খাওয়ানো হয়। তার মধ্যে ২৫ শিক্ষার্থী অসুস্থতা বোধ করলে সঙ্গে সঙ্গে সেখানে মেডিকেল টিম পাঠানো হয়। এদের মধ্যে ১৩ জনকে সদর হাসপাতালে নিয়ে এসে চিকিৎসা দেয়া হয়েছে। তারা সবাই এখন ভাল আছে। খালি পেটে কৃমির ওষুধ সেবন ও অসচেতনতার কারণে সাময়িক এ ধরনের সমস্যা দেখা দিয়েছে বলে তিনি জানান।

(ঢাকাটাইমস/২এপ্রিল/প্রতিনিধি/এলএ)

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
লায়ন্স ইন্টারন্যাশনাল জেলা ৩১৫ বি ৩ আয়োজিত কুমিল্লা এবং চাঁদপুর জেলার ত্রাণ বিতরণ
আজ দেশে ফিরছেন মির্জা ফখরুল, বিকালে যোগ দেবেন যৌথসভায়
ওজন কমানো থেকে ক্যানসার-ডায়াবেটিস প্রতিরোধ, সবেতেই ওস্তাদ বাঁধাকপি
১৩ ডিসেম্বর থেকে তিন দিন জাতীয় স্মৃতিসৌধ এলাকায় প্রবেশ নিষিদ্ধ
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা