পটুয়াখালীতে মুগডাল মেলা

পটুয়াখালী প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২৩ এপ্রিল ২০১৭, ১৬:৩৯
অ- অ+

ক্ষুদ্র ও মাঝারী ব্যবসায়ীদের পারস্পারিক সহযোগিতা ও সংযোগ বৃদ্ধির লক্ষ্যে পটুয়াখালীতে মুগডাল মেলা-২০১৭ অনুষ্ঠিত হয়েছে।

রবিবার সকালে পটুয়াখালী জেলা ক্রীড়া সংস্থার ব্যায়ামাগারে মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক এ.কে.এম. শামিমূল হক সিদ্দিকী।

এ সময় অর্থ ব্যবস্থাপনা, বাজার সংযোগ এবং মুগডাল বিপণন বিষয়ে আয়োজিত আলোচনা সভায় বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তারা গঠনমূলক বক্তব্য রাখেন।

তারা বলেন, ক্ষুদ্র ও মাঝারী ব্যবসায়ীদের নিয়ে গঠিত এসএমই ক্লাবের ব্যবসায় ব্যবস্থাপনা, টেকসই বিপণন ও মূল্য সংযোজন কৌশলের মধ্যে সমন্বয় সাধন করে ব্যবসা প্রসারের লক্ষ্যে এ মেলার আয়োজন করা হয়েছে। মুগডাল শষ্যের উৎপাদন ও বিপণনের সাথে জড়িত সকল প্রতিষ্ঠান ও চাষিরা মেলায় অংশগ্রহণ করেন। উদ্বোধনের পর আমন্ত্রিত অতিথিরা মেলার স্টল পরিদর্শন করেন।বাংল দেশ ইন্সটিটিউট অফ আইসিটি ইন ডেভলপমেন্ট (বিআইআডি), এসএমই ক্লাব, পটুয়াখালী চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজ ও ইউএসএআইডি কৃষি সম্প্রসারণ সহযোগিতা কার্যক্রম প্রকল্পের যৌথ আয়োজনে মেলাটি অনুষ্ঠিত হয়।

(ঢাকাটাইমস/২৩এপ্রিল/প্রতিনিধি/ইএস)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
পবিত্র কাবার ওপরে সরাসরি সূর্যের অবস্থান, মুসলিম বিশ্বের ঐতিহাসিক দিকনির্দেশনা
আজ তাপমাত্রা বাড়বে সারা দেশে, তিন বিভাগে ভারী বৃষ্টির সম্ভাবনা
চোরাচালানে ‘জিরো টলারেন্সে’ কাস্টমস, কমেছে যাত্রী হয়রানিও
ভেষজ বিলাতি গাব খেলে দূর হবে ক্যানসার, নিয়ন্ত্রণে থাকবে ডায়াবেটিস
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা