পটুয়াখালী বিএনপির তিন নেতা বহিষ্কার

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২৫ এপ্রিল ২০১৭, ১৫:৩৫
অ- অ+

পটুয়াখালীর বিএনপি ও অঙ্গ সংগঠনের তিন নেতাকে দল থেকে সাময়িকভাবে বহিষ্কার করা হয়েছে। সংগঠনবিরোধী কার্যকলাপে লিপ্ত থাকার অভিযোগ প্রমাণিত হওয়ায় তাদের বিরুদ্ধে এই ব্যবস্থা নেয়া হয়েছে।

মঙ্গলবার দুপুরে গণমাধ্যমে বিএনপির সহ-দপ্তর সম্পাদক তাইফুল ইসলাম টিপু প্রেরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, ‘দলীয় গঠনতন্ত্রের ৫ (গ) ধারা মোতাবেক বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি পটুয়াখালী জেলার সহ-সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খান, সদর উপজেলা যুবদলের আহ্বায়ক অ্যাডভোকেট রুহুল আমিন রেজা এবং পটুয়াখালী শহর জাতীয়তাবাদী ছাত্রদলের আহ্বায়ক শাহীন বিহারীকে তাদের দলীয় পদ থেকে সাময়িকভাবে বহিষ্কার করা হয়েছে।

এছাড়া তাদেরকে কেন সংগঠন থেকে স্থায়ীভাবে বহিষ্কার করা হবে না পত্র প্রাপ্তির সাত দিনের মধ্যে তার লিখিত জবাব প্রদানেরও নির্দেশ দেয়া হয়েছে বলে প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

(ঢাকাটাইমস/২৫এপ্রিল/বিইউ/জেবি)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
আপিল বিভাগের অ্যাডভোকেট হিসেবে তালিকাভুক্ত হলেন ৮৬ আইনজীবী
চুয়াডাঙ্গায় বিদ্যুৎস্পৃষ্টে স্কুলছাত্রীর মৃত্যু
গাইবান্ধায় আ.লীগের আইনবিষয়ক সম্পাদক গ্রেপ্তার
অনির্দিষ্টকালের জন্য স্থগিত আইপিএল ১৮তম আসর
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা