পুলিশের কাছ থেকে পালিয়েছে রিমান্ডের আসামি

নেত্রকোণা প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ০৪ মে ২০১৭, ২১:২২
অ- অ+

নেত্রকোণায় কলমাকান্দা থানার চুরির মামলায় রিমান্ডের এক আসামি পুলিশের কাছ থেকে পালিয়ে গেছে। বৃহস্পতিবার বিকাল সাড়ে পাঁচটার দিকে পালানো এই আসামি হচ্ছেন- জেলার কলমাকান্দা উপজেলার নলচাপড়া গ্রামের সাইনুল।

চুরি মামলার আইনজীবী গাজিউর রহমান আদালত পুলিশের জিআরও রেজাউল ইসলামের বরাত দিয়ে বলেন, একই গ্রামের এক প্রাথমিক শিক্ষকের একটি ল্যাপটপ চুরির ঘটনায় সাইনুল ও তার দুই ভাই এবং বাবাকে আসামি করে কলমাকান্দা থানায় মামলা হয় কিছুদিন আগে। এই মামলায় সাইনুলকে গত ২ মে দুই দিনের পুলিশি হেফাজতে দেন নেত্রকোণা বিচারিক আদালত-৩ এর হাকিম আব্দুল্লাহ হাবিব। বৃহস্পতিবার আদালতে হাজির করে পুলিশ রিমান্ড চাইলে হাকিম আবার দুই দিনের পুলিশি হেফাজত মঞ্জুর করেন। পরে আদালত থেকে সাইনুলকে আদালত পুলিশের কার্ালয়ে নেয়া হয়।সেখান থেকে সাইনুল পালিয়ে গেছে বলে পুলিশ তাকে জানিয়েছে বলে আইনজীবী গাজিউর রহমান জানান।

আদালত পুলিশের জিআরও রেজাউল ইসলামের মুঠোফোনে কল করলেও তিনি ফোন রিসিভ করেননি। ক্ষুদেবার্তা পাঠালেও সাড়া দেননি তিনি।

নেত্রকোণা অতিরিক্ত পুলিশ সুপার খান মো. আবু নাসের আসামি পলায়নের বিষয়টি নিশ্চিত করেছেন।

(ঢাকাটাইমস/৪মে/প্রতিনিধি/এলএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ভালুকায় পুকুরে ডুবে শিশুর মৃত্যু
সুরতহাল, ময়নাতদন্ত ছাড়াই গোপালগঞ্জে সহিংসতায় নিহতদের দাফন-সৎকার
ইসলামী বিশ্ববিদ্যালয়ের পুকুর থেকে শিক্ষার্থীর লাশ উদ্ধার
শহীদ আবু সাঈদের মাকে নিয়ে ‘কটূক্তি’, পুলিশ সদস্য প্রত্যাহার
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা