পুলিশের কাছ থেকে পালিয়েছে রিমান্ডের আসামি

নেত্রকোণায় কলমাকান্দা থানার চুরির মামলায় রিমান্ডের এক আসামি পুলিশের কাছ থেকে পালিয়ে গেছে। বৃহস্পতিবার বিকাল সাড়ে পাঁচটার দিকে পালানো এই আসামি হচ্ছেন- জেলার কলমাকান্দা উপজেলার নলচাপড়া গ্রামের সাইনুল।
চুরি মামলার আইনজীবী গাজিউর রহমান আদালত পুলিশের জিআরও রেজাউল ইসলামের বরাত দিয়ে বলেন, একই গ্রামের এক প্রাথমিক শিক্ষকের একটি ল্যাপটপ চুরির ঘটনায় সাইনুল ও তার দুই ভাই এবং বাবাকে আসামি করে কলমাকান্দা থানায় মামলা হয় কিছুদিন আগে। এই মামলায় সাইনুলকে গত ২ মে দুই দিনের পুলিশি হেফাজতে দেন নেত্রকোণা বিচারিক আদালত-৩ এর হাকিম আব্দুল্লাহ হাবিব। বৃহস্পতিবার আদালতে হাজির করে পুলিশ রিমান্ড চাইলে হাকিম আবার দুই দিনের পুলিশি হেফাজত মঞ্জুর করেন। পরে আদালত থেকে সাইনুলকে আদালত পুলিশের কার্ালয়ে নেয়া হয়।সেখান থেকে সাইনুল পালিয়ে গেছে বলে পুলিশ তাকে জানিয়েছে বলে আইনজীবী গাজিউর রহমান জানান।
আদালত পুলিশের জিআরও রেজাউল ইসলামের মুঠোফোনে কল করলেও তিনি ফোন রিসিভ করেননি। ক্ষুদেবার্তা পাঠালেও সাড়া দেননি তিনি।
নেত্রকোণা অতিরিক্ত পুলিশ সুপার খান মো. আবু নাসের আসামি পলায়নের বিষয়টি নিশ্চিত করেছেন।
(ঢাকাটাইমস/৪মে/প্রতিনিধি/এলএ)
সংবাদটি শেয়ার করুন
বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত
বাংলাদেশ এর সর্বশেষ

মামুনুলের দ্বিতীয় শ্বশুরকে আ.লীগের কারণদর্শানো নোটিশ

‘ঋণের চাপে’ কৃষকের আত্মহত্যা

জীবনের নিরাপত্তা চান সাংবাদিক সরওয়ার

আশুলিয়ায় জুতা কারখানায় আগুন, চার শ্রমিক দগ্ধ

গাইবান্ধায় ব্যবসায়ী হত্যা: অবশেষে মামলা, আসামি রিমান্ডে

সিএনজি অটোরিকশা-মোটরসাইকেল সংঘর্ষে যুবক নিহত

টিকা নিয়েও করোনা আক্রান্ত ভাঙ্গুড়ার মেয়র

‘আধুনিক নগরের পূর্ব শর্ত আধুনিক ট্রাফিকব্যবস্থা’

মাস্ক না পরায় টঙ্গীতে আটজনের জরিমানা
