সাইবার হামলা

দেড়শো দেশের দুই লাখ কম্পিউটার আক্রান্ত: ইন্টারপোল

আন্তর্জাতিক ডেস্ক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১৫ মে ২০১৭, ১৩:৩৮

বিশ্বজুড়ে গত শুক্রবার হ্যাকারদের চালানো সাইবার হামলায় দেড়শোটি দেশের দুই লাখ কম্পিউটার আক্রান্ত হয়েছে বলে জানিয়েছে ইউরোপের নিরাপত্তা সংস্থা ইউরোপোল। যদিও প্রাথমিকভাবে ৯৯টি দেশ আক্রান্ত হওয়ার কথা বলা হয়েছিল।

ব্রিটেনের আইটিভিতে দেয়া এক সাক্ষাৎকারে ইউরোপোলের প্রধান রব ওয়েইনরাইট বলেন, যে মাত্রায় এই সাইবার হামলা হয়েছে তা আগে কখনো ঘটেনি।

তিনি বলেন, বিশ্ব এক ক্রমবর্ধমান হুমকির সম্মুখীন এবং সোমবার অফিস-আদালত খোলার পর হামলার সংখ্যা আরো বাড়তে পারে।

যেসব দেশ সবচেয়ে বেশি হামলার শিকার হয়েছে তার মধ্যে যুক্তরাজ্য ও রাশিয়া রয়েছে।

নিরাপত্তা বিশ্লেকরা বলছেন, আরো হামলা হতে পারে এবং সেগুলো হয়তো ঠেকানো সম্ভব হবে না।

ওয়েইনরাইট বলেন, হ্যাকাররা বড় ধরনের ব্যবসা প্রতিষ্ঠান ও কর্পোরেশনগুলোকে ম্যালওয়্যার দিয়ে টার্গেট করেছে।

আক্রান্ত কম্পিউটারে ব্যবহারকারীরা কোন ফাইল খুলতে পারছেন না এবং সেগুলো আটকে দিয়ে কমপিউটারের পর্দায় একটি বার্তার মাধ্যমে পণ হিসেবে অর্থ দাবি করা হচ্ছে।

ওয়েইনরাইট বলেন, এই র‌্যানসমওয়্যারটি নতুন ধরনের। কারণ এটা একটা ভাইরাসের সঙ্গে সমন্বিতভাবে কাজ করছে। যার ফলে একটি কম্পিউটার সংক্রমিত হলে তা স্বয়ংক্রিয়ভাবে পুরো সিস্টেমে ছড়িয়ে পড়ছে।

এই হ্যাকিংয়ের সঙ্গে সংশ্লিষ্ট বিটকয়েন একাউন্টগুলো বিশ্লেষণ করে দেখা যায়, হ্যাকাররা শতাধিক ক্ষেত্রে অর্থ আদায় করে নিয়েছে এবং তার পরিমাণ প্রায় ৩০ হাজার ডলার।

ওয়েইনরাইট বলেন, হামলার ব্যাপকতার সঙ্গে তুলনা করলে এই অর্থের পরিমাণ ‘অনেক কম’ বলতে হবে।

(ঢাকাটাইমস/১৫মে/জেএস)

সংবাদটি শেয়ার করুন

আন্তর্জাতিক বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

আন্তর্জাতিক এর সর্বশেষ

রাফাহ থেকে ফিলিস্তিনিদের সরে যাওয়ার নির্দেশ ‘বিপজ্জনক পদক্ষেপ’: হামাস

চার বছর ধরে বিয়ের সানাই বাজে না ভারতের যে গ্রামে, কারণটাও জানুন

রাফাহ থেকে ফিলিস্তিনিদের সরে যাওয়ার নির্দেশ ইসরায়েলি বাহিনীর

মন্ত্রীর পিএসের কাজের লোকের বাড়িতে মিলল ২০ কোটি রুপি

পাঁচ বছর পর ইউরোপ সফরে চীনা প্রেসিডেন্ট

ইসরায়েলে আল জাজিরার সম্প্রচার অফিসে অভিযান, সরঞ্জাম জব্দ

হামাসের রকেট হামলায় ৩ সেনা নিহত, কেরেম শালোম ক্রসিং বন্ধ করে দিয়েছে ইসরায়েল

ইসরায়েলে আলজাজিরা বন্ধে নেতানিয়াহু মন্ত্রিসভার সম্মতি

মাদক খাইয়ে অস্ট্রেলিয়ার নারী এমপিকে যৌন হেনস্তা

ইরানের বৈদেশিক বাণিজ্য ৪৮ শতাংশ বেড়েছে

এই বিভাগের সব খবর

শিরোনাম :