নাটোরে হত্যামামলায় ৫ জনের যাবজ্জীবন

নাটোর প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২১ মে ২০১৭, ১৭:৫৭
অ- অ+

নাটোরের সিংড়ায় কৃষক লোকমান আলী হত্যামামলার রায়ে পাঁচজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। রবিবার দুপুরে নাটোরের জেলা ও দায়রা জজ আদালতের বিচারক রেজাউল করিম এই আদেশ দেন।

এসময় আদালতে তিন আসামি উপস্থিত ছিল। বাকি দুইজন পলাতক রয়েছে।

নাটোর জজ আদালতের পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট সিরাজুল ইসলাম জানান, সিংড়া উপজেলার দামকুড়ি গ্রামের কৃষক লোকমান আলী ২০১৩ সালের ৭ এপ্রিল পাশের কুসুম্বি কালীগঞ্জ বাজারে গিয়ে নিখোঁজ হন। পরে এক সপ্তাহ পর একই উপজেলার বাহাদুরপুর গ্রামের একটি টয়লেটের ট্যাংক থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় মামলা হলে দীর্ঘ তদন্ত শেষে পুলিশ সাতজনের বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করে।

পরে প্রয়োজনীয় সাক্ষ্য-প্রমাণ শেষে বিচারক পাঁচ আসামি অঙগুর মোল্লা, মিঠু, সোহাগ, নয়ন ও ফারুক হোসেনকে যাবজ্জীবন ও দুইজনকে খালাস প্রদান করে।

(ঢাকাটাইমস/২১মে/প্রতিনিধি/এলএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
পরীক্ষায় ফেল করায় শিক্ষার্থীর আত্মহত্যা
এনবিআরের প্রথম সচিব তানজিনা রইসকে বরখাস্ত
কুমিল্লা বোর্ডের যে স্কুলে পাস করেনি কেউ
ডেঙ্গুতে একদিনে ২ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৩৩৭
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা