আপনের পাঁচ শোরুমে আবার শুল্ক গোয়েন্দারা

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
| আপডেট : ২৫ মে ২০১৭, ১৯:৪৮ | প্রকাশিত : ২৫ মে ২০১৭, ১৫:৩৯

গুলশান,উত্তরা,মৌচাক ও সীমান্ত স্কয়ারের আপন জুয়েলার্সের পাঁচটি বিক্রয়কেন্দ্রে আবার অভিযান শুরু করেছে শুল্ক গোয়েন্দা অধিদপ্তর। বিক্রয়কেন্দ্র থেকে জব্দ করা সাড়ে ১৩ মণ স্বর্ণ ও ৪২৭ গ্রাম হীরার বিষয়ে ব্যাখ্যা দিতে শুল্ক গোয়েন্দা কার্যালয়ে আপনের মালিকপক্ষ হাজির না হওয়ার পর এই অভিযান শুরু হয়।

বৃহস্পতিবার মৌচাক মার্কেটে আপন জুয়েলার্সের বিক্রয়কেন্দ্রে শুল্ক গোয়েন্দা অধিদপ্তরের উপ-পরিচালক সাইফুর রহমানের নেতৃত্বে অভিযান শুরু হয়। এসময় মার্কেট মালিক সমিতির সভাপতি ও জুয়েলারি সমিতির সহ-সভাপতি সত্যরঞ্জন ব্রহ্ম উপস্থিত ছিলেন।

বনানীতে রেইন্ট্রি হোটেলে দুই শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে আটক হয়েছেন আপন জুয়েলার্সের মালিক দিলদার হোসেনের ছেলে সাফাত আহমেদ। সারাদেশে তোলপাড় সৃষ্টি করা ঘটনার পর গত ১৪ ও ১৫ মে আপন জুয়েলার্সের পাঁচ বিক্রয়কেন্দ্রে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ স্বর্ণালঙ্কার ও হীরা জব্দ করা হয়।

এসব মূল্যবান ধাতুর বৈধতা প্রমাণে ১৭ মে আপনের মালিকপক্ষকে তলব করে আপন। সেদিন মালিক দিলদার আহমেদ সেলিম ও তার দুই ভাই শুল্ক গোয়েন্দা কার্যালয়ে হাজির হয়ে কিছুদিন সময় প্রার্থনা করেন তারা।

এরপর ২৩ মের মধ্যে এসব স্বর্ণ ও হীরার বৈধতার নথিপত্র জমা দেয়ার নির্দেশ দেয় শুল্ক গোয়েন্দা অধিদপ্তর। কিন্তু সেদিন তারা হাজির না হওয়ায় শুল্ক গোয়েন্দারা আরও দুই দিন সময় দেয় আপনের মালিকপক্ষকে।

কিন্তু নির্ধারিত দিন আপনের কোনো মালিক হাজির হননি তলবে। আর এর পর আপনের বিক্রয়কেন্দ্রে যায় শুল্ক গোয়েন্দাদের দল।

আপনের জব্দ করা স্বর্ণের মধ্যে যেগুলো গ্রাহকের, সেগুলো ফেতর দেয়ার ঘোষণা দিয়েছিল শুল্ক গোয়েন্দা অধিদপ্তর। কিন্তু আপনের কাছে তালিকা চেয়েও তা না পাওয়ায় এক দফা অলঙ্কার ফেরত দেয়ার উদ্যোগ পেছাতে হয়। এরপর নতুন করে ২৫ মে গ্রাহকদেরকে বিক্রয়কেন্দ্রে তাদের নথিপত্র নিয়ে উপস্থিত থাকতে বলা হয়।

আপনের মৌচাক বিক্রয়কেন্দ্র সাভার থেকে আসা গ্রাহক তানিয়া রহমান ঢাকাটাইমসকে বলেন, সাড়ে নয় ভরি স্বর্ণ পালিস করা জন্য দিয়েছিলেন তিনি। এটা বিয়ের সময়ের স্বর্ণ। তিনি বলেন, ‘আপন জুয়েলার্সে অভিযান চালাচ্ছে, শোরুম সিলগালা করতেছে তাই স্বর্ণগুলো নিয়ে যাওয়ার জন্য এসেছি।’

তানিয়া শুল্ক গোয়েন্দাদের কাছে স্বর্ণের বিবরণ দিয়ে লিখিত আবেদন করেছেন জানিয়ে বলেন,‘তারা (শুল্ক গোয়েন্দারা) আশ্বাস দিয়েছেন। তবে কখন ফেরত পাবো তা বলেনি।’

(ঢাকাটাইমস/২৫মে/এএ/বিইউ/ডব্লিউবি)

সংবাদটি শেয়ার করুন

জাতীয় বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

জাতীয় এর সর্বশেষ

হজ ফ্লাইট শুরু ৯ মে

রবিবার খুলছে প্রাথমিক বিদ্যালয়, সকাল ৮টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত ক্লাস

থাইল্যান্ডের ব্যবসায়ীদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান পররাষ্ট্রমন্ত্রীর

শেরে বাংলার মৃত্যুবার্ষিকীতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

হাসিনা-থাভিসিন দ্বিপাক্ষীক বৈঠক, থাইল্যান্ডের সঙ্গে ৫ দলিল স্বাক্ষর

কেন্দ্রীয় ব্যাংকে সাংবাদিক প্রবেশে নিষেধাজ্ঞা স্বেচ্ছাচারিতামূলক: টিআইবি

রোহিঙ্গা ইস্যুতে একসঙ্গে কাজ করবে ঢাকা-ব্যাংকক: পররাষ্ট্রমন্ত্রী

একযোগে আট বিভাগে সম্পন্ন হলো ৪৬তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা

৭৬ বছরের রেকর্ড ভাঙছে তাপপ্রবাহ

তাপপ্রবাহে রেলের কর্মীদের জন্য ৫ নির্দেশনা

এই বিভাগের সব খবর

শিরোনাম :