গোপালগঞ্জে জমি নিয়ে বিরোধ, পিটিয়ে হত্যা

গোপালগঞ্জ প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২৭ মে ২০১৭, ১৭:১৩
অ- অ+
প্রতীকী ছবি

গোপালগঞ্জের কাশিয়ানীতে জমি নিয়ে বিরোধের জের ধরে চাচাতো ভাইয়ের হাতে প্রাণ গেল জাহাঙ্গীর খান নামে এক ব্যক্তির। কথা কাটাকাটির এক পর্যায়ে তাকে পিটিয়ে হত্যা করা হয়েছে বলে অভিযোগ করা হয়েছে। এ ঘটনায় পুলিশ নিহতের দুই চাচাতো ভাইকে গ্রেপ্তার করেছে।

শনিবার সকালে কাশিয়ানী উপজেলার ব্যাসপুর উত্তরপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

গ্রেপ্তাররা হলেন- লুৎফর খান ও আলমগীর খান।

কাশিয়ানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা একে এম আলীনুর হোসেন জানান, জাহাঙ্গীর খানের সাথে চাচাতো ভাই লুৎফর খান ও আলমগীর খানের পারিবারিক জমির সীমানা বিরোধ চলে আসছিল। এ নিয়ে সকালেও তাদের কথা কাটাকাটি ও ঝগড়া হয়। এক পর্যায়ে দুই পারিবারের মধ্যে মারামারি হয়। এ সময় প্রতিপক্ষের লোকজন জাহাঙ্গীর খানকে পিটিয়ে গুরুতর আহত করে। পরে তাকে উপজেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ঘটনায় পুলিশ দুইজনকে গ্রেপ্তার করেছে। লাশ ময়নাতদন্তের জন্য গোপালগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে।

(ঢাকাটাইমস/২৭মে/প্রতিনিধি/এলএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
লেবাননে ১০ কোটি ডলারের বিমান রক্ষণাবেক্ষণ ও সরঞ্জাম বিক্রির অনুমোদন দিল যুক্তরাষ্ট্র
এনআরবিসি ব্যাংকে ‘ফরেন এক্সচেঞ্জ ও ফরেন ট্রেড’ বিষয়ে প্রশিক্ষণ অনুষ্ঠিত
মিটফোর্ডে প্রকাশ্যে ভাঙারি ব্যবসায়ীকে হত্যা: এখনো ঘটনার বিস্তারিত কারণ জানতে পারেনি র‍্যাব
কুমিল্লায় অজ্ঞাত যুবকের গলাকাটা লাশ উদ্ধার
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা