গোপালগঞ্জে বাসচাপায় মুক্তিযোদ্ধা কমান্ডারসহ নিহত ২

গোপালগঞ্জ প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২৭ মে ২০১৭, ২১:৩৫| আপডেট : ২৮ মে ২০১৭, ১৬:৫২
অ- অ+
ফাইল ছবি

গোপালগঞ্জে বাসচাপায় মুক্তিযোদ্ধাসহ দুইজন নিহত ও এক যাত্রী আহত হয়েছেন।

শনিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে গোপালগঞ্জ-টেকেরহাট সড়কের সদর উপজেলার মালেঙ্গা নামক স্থানে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন মুক্তিযোদ্ধা মর্তুজা মোল্লা (৬৭)। তিনি সদর উপজেলার নিজড়া ইউনিয়ন কমান্ডার। আরেকজন হলেন ভ্যানচালক আসুদ মীনা (২৩) । তাদের বাড়ি নিজড়া গ্রামে।

গোপালগঞ্জ ফায়ার সার্ভিসের পরিদর্শক নিয়ামূল হুদা জানিয়েছেন, ইঞ্জিনচালিত একটি ভ্যান রিকশায় করে নিহত মর্তুজা মোল্লা ও আহত ব্যক্তি জেলা সদর থেকে তাদের নিজড়া গ্রামের বাড়ি যাচ্ছিল। ঘটনাস্থল মালেঙ্গা পৌঁছালে পলাশ পরিবহনের টেকেরহাটগামী একটি যাত্রীবাহী বাস তাদের ধাক্কা দিয়ে চলে যায়। ফলে ঘটনাস্থলেই নিজড়া ইউনিয়নের মুক্তিযোদ্ধা কমান্ডার মুর্তজা মোল্লা ও ভ্যানগ চালক আসুদ মীনা নিহত হয়। আহত ব্যক্তিকে গোপালগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) ওমর ফারুক ঘটনার সত্যতা স্বীকার করে বলেছেন, লাশ ময়নাতদন্তের জন্য গোপালগঞ্জ মর্গে পাঠানো হয়েছে।

(ঢাকাটাইমস/২৭মে/প্রতিনিধি/জেবি)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
জামালপুরে স্ত্রীকে পেট্রল দিয়ে পুড়িয়ে হত্যাচেষ্টা, স্বামী আটক
সত্যিকারের গণতন্ত্র প্রতিষ্ঠা করতে শহীদ জিয়াকে অনুসরণ করতে হবে: দুদু
জাতীয়তাবাদী সংগ্রাম পরিষদ ভুয়া সংগঠন: বিএনপি
অনলাইন নিউজ পোর্টালের জন্য যেসব সুপারিশ করেছে সংস্কার কমিশন
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা