আখাউড়ায় পরিত্যক্ত অবস্থায় ফেনসিডিল ও গাঁজা উদ্ধার

আখাউড়া প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ৩০ মে ২০১৭, ১৭:১৭
অ- অ+

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় পরিত্যক্ত অবস্থায় ২৮০ বোতল ভারতীয় ফেনসিডিল ও সাড়ে চার কেজি গাঁজা উদ্ধার করেছে পুলিশ।

উপজেলার দক্ষিণ ইউনিয়নের সাতপাড়া গ্রামের দিনমুজুর আব্দুল করিম মিয়ার বাড়ির পাশে একটি খড়ের গাদার নিচ থেকে মঙ্গলবার সকালে ওই মাদক উদ্ধার করে আখাউড়া থানা পুলিশ। তবে এ সময় কাউকে আটক করতে পারেনি পুলিশ।

জানা গেছে, সকালে করিম মিয়া তার বাড়ির পাশে খড়ের গাদার নিচে কয়েকটি ব্যাগ ও একটি বস্তা দেখতে পেয়ে সন্দেহ হয়। পরে স্থানীয় চেয়ারম্যান জালাল উদ্দিনকে বিষয়টি জানানো হয়। খবর পেয়ে আখাউড়া থানার ওসি (তদন্ত) আরিফুর রহমান সঙ্গীয় ফোর্স নিয়ে বস্তা ভর্তি মাদক উদ্ধার করে থানায় নিয়ে যায়। মাদক চোরাকারবারীরা পাচারের উদ্দেশ্যে মাদকগুলো নিয়ে যাওয়ার সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপস্থিতি টেয় পেয়ে ওই বাড়ির খড়ের গাদার নিচে লুকিয়ে রাখে বলে ওসির ধারণা।

(ঢাকাটাইমস/৩০মে/প্রতিনিধি/জেবি)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
পরীক্ষায় ফেল করায় শিক্ষার্থীর আত্মহত্যা
এনবিআরের প্রথম সচিব তানজিনা রইসকে বরখাস্ত
কুমিল্লা বোর্ডের যে স্কুলে পাস করেনি কেউ
ডেঙ্গুতে একদিনে ২ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৩৩৭
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা