স্বামীর বিরুদ্ধে গৃহবধূ হত্যার অভিযোগ

শেরপুর প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ০৫ জুন ২০১৭, ২০:৩২
অ- অ+

শেরপুরে স্বামীর হাতে স্ত্রী খুন হয়েছেন। মাসুদা বেগম নামে ওই গৃহবধূকে তার স্বামী মোজাম্মেল মিয়া শ্বাসরোধে হত্যা করেছে বলে অভিযোগ করা হয়েছে। পুলিশ ওই গৃহবধূর লাশ উদ্ধার করে সোমবার বিকালে ময়নাতদন্তের জন্য শেরপুর জেলা হাসপাতাল মর্গে পাঠিয়েছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে শেরপুর সদর থানার পরিদর্শক (তদন্ত) বিপ্লব কুমার বিশ্বাস বলেন, প্রায় এক বছর আগে সদর উপজেলার ধোবারচর কামারপাড়া গ্রামের মো. তহুর আলীর মেয়ে মাসুদা বেগমের সাথে পার্শ্ববর্তী ছনকান্দা গ্রামের হুসেন আলীর ছেলে মোজাম্মেল মিয়ার বিয়ে হয়েছিল। প্রায় ছয় মাস ধরে তাদের মাঝে দাম্পত্য সম্পর্কের অবনতি ঘটলে মাসুদা বাপের বাড়ি চলে আসে। রবিবার রাতে শ্বশুর বাড়ি গিয়ে মোজাম্মেল স্ত্রী মাসুদাকে বাড়ির বাইরে নিয়ে আসে। এরপর থেকে তাদের কোন হদিস পাওয়া যাচ্ছিল না। সোমবার বাড়ি থেকে কিছুদূরে কামারপাড়া গ্রামের একটি পরিত্যক্ত বসতঘরের পাশে মাসুদার লাশ দেখতে পাওয়া যায়।

তিনি বলেন, সুরৎহালে মনে হয়েছে ওই গৃহবধূকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে। এ ঘটনায় একটি হত্যা মামলা রেকর্ড করা হয়েছে। স্বামীকে ধরতে পুলিশ কাজ করছে।

(ঢাকাটাইমস/৫মে/প্রতিনিধি/এলএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
পরিবেশের ক্ষতি করে কোনো উন্নয়ন নয়: প্রধান উপদেষ্টা
২৪ ঘণ্টায় আরও ২১২ জন ডেঙ্গু আক্রান্ত
স্বাস্থ্য পরীক্ষার জন্য এভারকেয়ার হাসপাতালে খালেদা জিয়া
চাঁদপুরে সরকারি চাল উদ্ধার, গ্রাম পুলিশ আটক
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা