নীলফামারীতে ট্রাকচাপায় স্কুলছাত্র নিহত

নীলফামারী প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ০৭ জুন ২০১৭, ২০:০০
অ- অ+

নীলফামারীতে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে রফিকুল ইসলাম (১২) নামের এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। এ ঘটনায় ঘাতক চালক ও তার সহযোগিসহ ট্রাকটি আটক করা হয়েছে।

বুধবার দুপুরে সদর উপজেলার সংগলশী ইউনিয়নের নীলফামারী-সৈয়দপুর সড়কে কাজী আব্দুর রশীদ উচ্চ বিদ্যালয়ের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত রফিকুল ইসলাম সদর উপজেলার সুর্বণখুলি শিমুলতলা গ্রামের আব্দুল জব্বারের ছেলে এবং কাজী আব্দুর রশীদ উচ্চ বিদ্যালয়ে ৬ষ্ঠ শ্রেণির ছাত্র।

রফিকুলের পরিবারের বরাত দিয়ে সদর থানা পুলিশের উপপরিদর্শক মতিউর রহমান জানান, বুধবার বাড়ি থেকে বাইসাইকেল যোগে বিদ্যালয়ে প্রাইভেট পড়তে আসছিল রফিকুল। বিদ্যালয়ে কাছাকাছি আসলে সৈয়দপুর থেকে ছেড়ে আসা নীলফামারীগামী ইটবোঝাই ট্রাক (ঢাকা- মেট্রো-ক-১৬-৮৮২৫) পেছন থেকে রফিকুলের বাইসাইকেলে ধাক্কা দেয়। এতে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই নিহত হয় সে। ঘটনাস্থলে পুলিশ পৌঁছার আগে পরিবারের লোকজন রফিকুলে মৃতদেহ উদ্ধার করে বাড়িতে নিয়ে যায়।

এ সময় স্থানীয়রা ট্রাকসহ ঘাতক চালক মুকুল হোসেন (৪৫) ও হেলপার সামসুল জোয়ার্দারকে (৩৫) আটক করে সংগলশী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের জিম্বায় দেয়।

(ঢাকাটাইমস/০৭জুন/প্রতিনিধি/ইএস)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
শ্যামলীতে দিন-দুপুরে ছিনতাই, চাপাতি, বাইকসহ গ্রেপ্তার ৩
বগুড়ায় দাদী ও নাতি বউকে গলা কেটে হত্যা  
যাত্রাবাড়ীতে ২ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার 
কারফিউয়ে থমথমে গোপালগঞ্জ, যৌথ বাহিনীর অভিযানে আটক ১৪
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা