পিরোজপুরে ইউপি প্যানেল চেয়ারম্যান লাঞ্ছিত

পিরোজপুর প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ০৯ জুন ২০১৭, ২২:১৮
অ- অ+

পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলার এক ইউপি সদস্য, প্যানেল চেয়ারম্যানকে ঝাটাপেটা করে আহত করেছে বলে অভিযোগ পাওয়া গেছে।

আহত শিশির চন্দ্র হালদার উপজেলার ইকড়ি ইউনিয়ন যুবলীগের সভাপতিও।

বিষয়টি নিশ্চিত করে ইকড়ি ইউপি চেয়ারম্যান ও উপজেলা আ.লীগের সাংগঠনিক সম্পাদক মো. হুমায়ুন কবির হাওলাদার শুক্রবার দুপুরে জানান, বুধবার বিকালে শিশির মেম্বার বাড়ি থেকে স্থানীয় মাদার্শি বাজারে যান। এসময় কয়েক যুবক শিশিরকে ঝাটা দিয়ে পিটিয়ে লাঞ্ছিত করে।

চেয়ারম্যান আরো জানান, গত ইউনিয়ন পরিষদ নির্বাচনে শিশিরের সাথে একটি প্রভাবশালী মহল প্রতিদ্বন্দ্বিতা করে পরাজয় বরণ করে। এরই জেরে তাকে সমাজে হেয় করার জন্য ঝাটা দিয়ে পিটিয়ে লাঞ্ছিত করা হয়েছে। বিষয়টি থানায়ও জানানো হয়েছে।

ভান্ডারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. কামরুজ্জামান তালুকদার বলেন, বিষয়টি শুনেছি, হামলাকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

(ঢাকাটাইমস/৯জুন/প্রতিনিধি/এলএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
‘জাতীয় সংস্কারক’ উপাধি পেতে ইচ্ছুক নন ড. ইউনূস: প্রেস উইং
এসএসসিতে আফরিন কবির জিদনীর কৃতিত্ব
রূপগঞ্জকে শান্তির মডেল গড়তে ঐক্যের ডাক দিলেন সেলিম প্রধান, ১৮ জুলাই রোডমার্চ
৪৩ হাজার পৃষ্ঠার নথিতেও এনসিপি টেকেনি ইসির প্রাথমিক বাছাইয়ে
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা